মোহনা বিশ্বাস, কলকাতাঃ
করোনা ভাইরাসের কবলে গোটা বিশ্ব। ভারতেও বড় আকার ধারণ করছে এই মারণ ভাইরাস। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। দেশের এই সংকটে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অনেকেই। বহু সরকারি, বেসরকারী সংস্থাও ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার এই কাজে এগিয়ে এল এক অভিজাত চক্ষু হাসপাতাল।
আরও পড়ুনঃ অভুক্ত ১৫০ ঘোড়াকে খাবার সরবরাহ কলকাতা পুলিশের
দেশের দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে ওয়েস্টবেঙ্গল স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ১৫ লক্ষ টাকার অনুদান দিল ওই চক্ষু হাসপাতাল। হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডঃ দেবাশিস ভট্টাচার্য বলেন, “করোনা ভাইরাসের মোকাবিলা করতে মরিয়া সরকার। তাই এই যুদ্ধে রাজ্য সরকারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। যদি আমরা সরকারি নির্দেশ ও সামাজিক দূরত্ব মেনে চলি তাহলে এই মারণ ভাইরাস থেকে দ্রুত আমরা মুক্তি পাব।” দেশের এই কঠিন সময়ে অভিজাত চক্ষু হাসপাতালের এই অবদান সত্যিই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584