মোহনা বিশ্বাস, কলকাতাঃ
মানুষের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে চোখ হল গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয়। যার সাহায্যে জগৎ দেখতে পাই আমরা। এই চোখের জন্যই প্রতিনিয়ত ঘটে চলা ঘটনার সাক্ষী থাকি আমরা। এই চোখ যদি ভালো না থাকে কী ভাবে চলবে মানুষের জীবন? তাই আগে চোখকে ভালো রাখতে হবে।
আর এর জন্য চাই উপযুক্ত চক্ষু চিকিৎসা। চক্ষু চিকিৎসায় মানুষকে সুলভ পরিষেবা দেওয়ার জন্য শহরের এক অভিজাত বেসরকারি হাসপাতাল কলকাতার নিউটাউনে তাদের একটি শাখা উদ্বোধন করল।
স্বামী বিবেকানন্দকে স্মরণ করে ১ মার্চ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সহকারী সচিব শ্রীমৎ স্বামী সত্যধর্মানন্দ মহারাজ নিউটাউনে এই হাসপাতালের নতুন শাখাটি উদ্বোধন করেন।
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বেসরকারি হাসপাতালের সভাপতি ডঃ দেবাশিস ভট্টাচার্য, ডঃ তুষারকান্তি হাজরা, ডঃ সমর কুমার বসাক, ডঃ পরাগ মুখার্জি, ডঃ সোমনাথ চ্যাটার্জি, ডঃ তুষারকান্তি সিনহা সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে ওই হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে স্বামী সত্যধর্মানন্দ মহারাজ প্রদীপ প্রজ্জ্বলন করে এই মহৎ কর্মকাণ্ডের সূচনা করেন।
২ মার্চ থেকে এই হাসপাতালের নতুন শাখায় চক্ষু পরীক্ষা থেকে শুরু করে চোখ অপারেশনের কাজ শুরু হবে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে। হাসপাতালের এই নতুন শাখার চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই বেসরকারি হাসপাতালের সভাপতি ডঃ দেবাশিস ভট্টাচার্য বলেন, তাদের হাসপাতালের ১৫ তম এই শাখা নিউটাউনে উদ্বোধন হল।
আরও পড়ুনঃ কোচবিহার সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেক বিলি
তাদের এই শাখাটিই এখনো পর্যন্ত সবচেয়ে বড় শাখা। চোখের লেজার ফেকো সার্জারি আরও নিখুঁত ও নিরপদ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের এই শাখায় পাওয়া যাবে সেই পরিষেবা। অন্যান্য শাখাগুলির তুলনায় এই নতুন শাখা আরও উন্নত। এখানে সবরকমের চক্ষু চিকিৎসার ব্যবস্থা আছে।
নিউটাউনের এই শাখাটি ১২ হাজার বর্গফুটের। ফলত এখানে রোগী অনেক স্বাচ্ছন্দ্যবোধ করবে। কলকাতার মানুষের জন্য এই বেসরকারি চক্ষু হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা রাখেন ডঃ দেবাশিস ভট্টাচার্য। তাহলে আর দেরি না করে সবকিছু স্বচ্ছভাবে দেখতে নিউটাউনের এই চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসা করে আসুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584