কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
এজবস্টন টেস্টে প্রথম দিনে চালকের আসনে ভারত । বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দিনের শেষে ৭ উইকেটে ৩৩৮ রান করে ভারতীয় দল। এদিন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোক টসে জিতে বোলিং করা সিদ্ধান্ত নেয়। এই দিন ভারতে টেস্ট ক্রিকেটে ইতিহাসে স্মরণীয় দিন হিসেবে প্রথম কোন পেস বোলার ভারতের হয়ে কোন টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করলেন। যদিও কপিল দেব এর আগে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব করেন কিন্তু কপিল দেব একজন অলরাউন্ডার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন বা তাকে একজন অলরাউন্ডার হিসেবেই ধরা হয় যার ৫২৪৮ রান এবং ৪৩৪ টি উইকেট আছে। তবে একথা বাদ দিল এ কথা অনস্বীকার্য যে আজকের দিনটি ভারতের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন বা অধ্যায় হিসেবে লেখা থাকবে ।
শুক্রবার এজবাসটনের মেঘলা আবহাওয়ায় ভারতীয় ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও এক সময় চাপে পড়ে যায়। হঠাৎই একের পর এক উইকেট হারিয়ে চাপের পড়ে যায় ভারতের ব্যাটিং । প্রথমে সুভমান গিল , চেতেশ্বর পুজারা, হানুমা বিহারী ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার কে হারিয়ে ক্রমশ কোণঠাসা হয়ে যায় ভারতীয় ব্যাটিং লাইন আপ । এমত অবস্থায় দলের হাল ধরেন উইকেট কিপার ঋষভ পন্থ ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই দুজনের চওড়া ব্যাটের উপর ভর দিয়ে ভারত ভদ্রস্ত জায়গায় পৌঁছয় ।এই দিন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ভারতীয় উইকেট কিপারের হিসাবে দ্রুততম শত রান করেন অপরদিকে রবীন্দ্র জাদেজা৮৩ রানে অপরাজিত রয়েছেন সঙ্গে মোহাম্মদ সামি।
আরও পড়ুনঃ ইন্টারনেট ছাড়াই জি-মেইল ব্যবহারের সুবিধা নিয়ে এলো গুগল
এজবস্টনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা যখন একে একে ফিরে যাচ্ছিল এক সময় ভারতের স্কোর ছিল ৫ উইকেটে মাত্র ৯৮ রান ।এমন সময় ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা ভারতকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন তাদের ২২২ রানের পার্টনারশিপ ভারতকে ভদ্রস্বত্ব জায়গায় পৌঁছায় দেয়।এই দিন ঋষভ পন্থ ভারতীয় উইকেট কিপার হিসেবে দ্রুততম করেন মাত্র ৮৯ বলে তিনি এই শতরান পূর্ণ করেন ।এছাড়া ভারতীয় উইকেট কিপার হিসেবে প্রথম ব্যাটার যে মাত্র ৫২ টি ইনিংসে ২০০০ রান করে তিনি ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দেন । ইংল্যান্ড বোলিং এর মধ্যে জিমি এন্ডারসন তিন উইকেট ,পটস গুরুত্বপূর্ণ বিরাট কোহলি সহ দুটি উইকেট নেন । দিনের শেষে ভারত সাত উইকেটে ৩৩৮ রান করেন। রবীন্দ্র-জাদেজা ৮৩ রানে অপরিচিত আছেন এবং সঙ্গে রয়েছেন মোহাম্মাদ সামী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584