রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
প্রার্থী নির্বাচনের পর থেকে একটা কথা বারবার উঠে আসছিল যে এবারে ‘গুরু শিষ্যের লড়াই’।এই লড়াই ঘিরে জমে উঠেছে রাজনৈতিক তরজা।লোকমুখে প্রচারিত রাজ্য রাজনীতিতে মুর্শিদাবাদ জেলা অধীর গড় হিসাবে পরিচিত,সেখান থেকে অধীর উচ্ছেদে রাজ্যের শাসক দল তারাই প্রাক্তন অনুগামীকে প্রার্থী করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে।রাজ্য রাজনীতিতে প্রদেশ কংগ্রেস মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে অধীর সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে কুড়ুল চিহ্নে কান্দী বিধানসভা থেকে নির্বাচিত হয় অপূর্ব সরকার।
সেই শুরু ২০১৯ এর নির্বাচন ঘোষণার পর তৃণমূল মনোনীত প্রার্থী হিসাবে নাম ঘোষিত হওয়ার পর কংগ্রেসের বিধায়ক পদত্যাগ করে জাতীয় কংগ্রেসের প্রার্থী চারবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল মনোনীত প্রার্থী হিসাবে প্রথমবার লোকসভা নির্বাচনে অপূর্ব সরকারের লড়াই।
প্রার্থী হিসাবে ঘোষিত হওয়ার পর থেকেই তাই চলছে চোখা চোখা বাক্য বিনিময় যুদ্ধ।দুই শিবিরের সেই বাকযুদ্ধের মাঝে আজ অন্য নজির সৃষ্টি হল।
বহরমপুর লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত কান্দি থানার অন্তর্গত হিজল অঞ্চলের বাঘআছড়া পাইরাকোল গ্রামে।আজ একইসঙ্গে একই এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস প্রার্থী,অধীর রঞ্জন চৌধুরী ও অপূর্ব সরকার।প্রচারে বেরিয়ে নানাদিক ঘুরে ঘুরে হঠাৎই মুখোমুখি হয়ে গেলেন হিজলের বাঘআছড়া পাইরাকোল গ্রামে।দুজনে আজ হুডখোলা গাড়িতে প্রচারে বেরিয়েছেন এবং দুই প্রার্থীর মিলিয়ে প্রায় চারশো সমর্থক।
সামনে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে প্রার্থী ভোট চাইছেন আর পিছনে সমর্থকদের বাইক র্যালি এগিয়ে চলছে বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে। হঠাৎ করেই কাছাকাছি এলেন দুজনে।গ্রামের ভিতরে আঁকাবাঁকা ছোট রাস্তা ঠিক তার মাঝখানে দুটো গাড়ী একদম মুখোমুখি।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের তিন থানার আধিকারিক সহ সাত পুলিশ অফিসারকে দায়িত্ব থেকে সরে যাওয়ার নির্দেশ কমিশনের
একদিকে অপূর্ব একদিকে অধীর গুরুর দিকে তাকালেন না শিষ্য।এদিকে অধীর অপূর্বর র্যালিতে থাকা সমর্থকদের মধ্যে চকলেট বিতরণ করলেন।সমর্থকরাও হাত বাড়িয়ে এককালে মুর্শিদাবাদ অদ্বিতীয় ‘দাদা’র বাড়িয়ে দেওয়া উপহার অকাতরে গ্রহণ করলেন।
আগামী ২৯ তারিখ চতুর্থ দফার নির্বাচনে ভোট গ্রহণ।এখন দেখার মানুষের মতে কে জেতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584