নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুরে সংকীর্ণ সেতুর উপর দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে সেতুতে থাকা সাইকেল আরোহী সেতু থেকে লাফ দিয়ে পড়ল সেতুর নিচের খালে।
এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সাইকেল আরোহী। ট্রাক দুটির চালক ও খালাসীরা অক্ষত।
এই ঘটনাটি ঘটেছে গতরাতে মেদিনীপুর সদর ব্লকের এলাহীগঞ্জ ও মুনসিপাটনার মাঝে কলাইচণ্ডী খালের উপর নির্মিত সংকীর্ণ সেতুতে।
আরও পড়ুনঃ সরকারী যাত্রীবাহী বাসের সাথে পর্যটক বাসের মুখোমুখি সংঘর্ষ,আহত ১৮
স্থানীয়দের বক্তব্য, বুধবার রাত আটটা নাগাদ কলাইচণ্ডী খালের উপর দুই বিপরীত দিক থেকে আসা লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের মাঝে পড়ে যান এক সাইকেল আরোহী।
অবস্থা বেগতিক দেখে প্রাণ বাঁচাতে তিনি কলাইচণ্ডী খালে ঝাঁপ দেন। স্থানীয় সূত্রে জানা যায় যে সাইকেল আরোহীর সামান্য চোট লেগেছে।
এই দুর্ঘটনায় দুটি লরিই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক রাত পর্যন্ত ওই রাস্তায় যানচলাচল থমকে গিয়ে প্রবল যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে ট্রাক দুটিকে সরিয়ে যাতায়াত স্বাভাবিক করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584