ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিজাইন মোদি, ব্লক করল ফেসবুক কর্তৃপক্ষ

0
146

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি এবং গণ স্বাস্থ্যের ভেঙে পড়া দশা ঘিরে ক্ষুব্ধ নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে উগরে দিচ্ছেন ক্ষোভ, সঙ্গে হ্যাশট্যাগ রিজাইন মোদি। হঠাৎ গতকাল অর্থাৎ বুধবার নজরে আসে হ্যাশট্যাগটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ফেসবুকে।

facebook | newsfront.co
গ্রাফিক্স চিত্র

পাশাপাশি, ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য মোদি সরকারকে দায়ী করে যেসব পোস্ট করেছিলেন তার অধিকাংশই আর নেই।স্বাভাবিক ভাবেই শুরু সামাজিক মাধ্যমে শোরগোল।ফেসবুক জানিয়েছে , ‘ভুলবশত’ নাকি রিজাইন মোদি হ্যাশট্যাগ তারা ব্লক করে ফেলেছিল, নিজেরাই জানিয়েছে এর পিছনে কোনো সরকারি নির্দেশ নেই এটি সম্পূর্ণ ফেসবুকেরই ভুল।

আরও পড়ুনঃ খোঁজ মিলতেই ফের অনুব্রতকে নোটিশ ধরাল কমিশন

এর কদিন আগেই, টুইটার থেকে মুছে দেওয়া হয় মোদি সরকারের অকর্মণ্যতার দিকে আঙ্গুল তোলা পোস্ট। সেক্ষেত্রে অবশ্য টুইটার কর্তৃপক্ষ জানায় কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে তাদের যথাযথ নির্দেশ দেওয়া হয়েছিল পোস্টগুলি সরিয়ে দিতে। তবে ফেসবুকের ক্ষেত্রে সরকারি নির্দেশ নয় নিজেদের ‘ভুল’ বলেই জানিয়েছে সংস্থা।

দেশে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং কেন্দ্রশাষিত অঞ্চল পুদুচেরিতে চলছে বিধানসভা নির্বাচন। তার মধ্যে বাংলায় আজ শেষ দফার ভোট। ঠিক তার আগেই ফেসবুকের এমন ‘ভুল’ নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। মোদি সরকারের সমালোচনামূলক পোস্টের ক্ষেত্রেই তাদের ভুল হল।

আরও পড়ুনঃ চারদিনের সম্পূর্ন লকডাউন ঘোষণা করল গোয়া সরকার

যদিও ভুল হওয়ার বেশ কয়েকঘন্টা পরে তারা ভুল শুধরে নিয়েছে অর্থাৎ পোস্টগুলি এবং হ্যাশট্যাগ রিজাইন মোদি আবার ফিরে এসেছে এমনটাই জানিয়েছে ফেসবুক।ভারতের লাগামছাড়া করোনা সংক্রমণ এবং সরকারের চূড়ান্ত অকর্মণ্যতা উল্লেখ করে লেখা ৫২ টি টুইট এর আগে সরকারি নির্দেশে মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here