নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সংবাদ প্রচারের মুনাফার ভাগ গণমাধ্যমকে দেওয়ার আইন নিয়ে ফেসবুকের সঙ্গে জটিলতার সৃষ্টি হয় ফেসবুক কর্তৃপক্ষের। অস্ট্রেলিয়া সরকার জানায় ফেসবুকে সংবাদ প্রচার করতে হলে মুনাফার ভাগ দিতে হবে গণ মাধ্যমকে। এই সিদ্ধান্তের প্রতিবাদে অস্ট্রেলিয়াতে সংবাদ প্রচার বন্ধ করে দেয় ফেসবুক। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক মাধ্যম কর্তৃপক্ষ। ফেসবুক জানিয়েছে, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতা হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করেছে তারাও।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরে তারা খুশি। অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ বলেন, ফেসবুকে সংবাদ প্রচার শীঘ্রই শুরু হবে। পুরোনো আইন সংশোধন করা হবে।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভবনেই ধর্ষণের অভিযোগ মহিলা কর্মীর
তবে ফেসবুকের সঙ্গে অস্ট্রেলিয়ার ঠিক কি মর্মে সমঝোতা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কোন পক্ষই। গত ১৮ ফেব্রুয়ারি সরকারের সঙ্গে টানাপোড়েনের জেরে অস্ট্রেলিয়ায় সংবাদ দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছিল ফেসবুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584