মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
শুক্রবার ফেসবুক কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল ফেসবুক ইনক্। ফেসবুক ইনক্ জানায়, যেসব কর্মীরা বাড়িতে থেকে কাজ করতে সক্ষম তারা বছরে শেষ অবধি অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ি থেকেই কাজ করতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এহেন সিদ্ধান্ত ফেসবুকের।
সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া জায়ান্টও আশা করে যে, বেশিরভাগ অফিস ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
Facebook to allow employees to work remotely until year end https://t.co/Uhnoe19WOr pic.twitter.com/L5mY2b5eAq
— Reuters (@Reuters) May 8, 2020
গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা ভাইরাস। এই মারণ ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে সমগ্র পৃথিবীতে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা মোকাবিলায় অধিকাংশ দেশেই চলছে লকডাউন।
আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে লক ডাউনের মেয়াদ। বিশ্বের বেশির ভাগ সংস্থার কর্মীরা বাড়ি থেকেই কাজ করছে। ওয়ার্ক ফ্রম হোম করছে সকল কর্মচারীরা। এবছরের শেষ পর্যন্ত বাড়ি থেকেই কাজ করার সিদ্ধান্ত নিল ফেসবুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584