নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের একটি ভিডিও পোস্ট তাঁর পেজ থেকে ডিলিটই করে দিল ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। করোনা নিয়ে ‘ভুয়ো তথ্য’ প্রচার রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে ফেসবুক ও টুইটার। সেই পদক্ষেপেই কোপ পড়ল এবার ক্ষোদ মার্কিন প্রেসিডেন্টের পোস্টে। কিন্তু কী ছিল ওই পোস্টে? জানা গেছে, পোস্টেড ওই ভিডিওটিতে এখনই স্কুল-কলেজ খোলার স্বপক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প।
ফেসবুক ও টুইটারে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ট্রাম্প বলেছিলেন, “শিশুদের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই করোনাভাইরাস সংক্রমণে তাদের ঝুঁকি কম।” বিতর্কিত এই পোস্ট নিয়ে যতে কোনো ভ্রম না ছড়ায়, সেইজন্য ‘ভুয়ো তথ্য’ দেওয়ায় ট্রাম্পের সেই পোস্ট ডিলিট করে দিল ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে ভারতের ভুল কোভিড পরিসংখ্যানের উল্লেখ ট্রাম্পের
ট্রাম্পের ওই পোস্টে গিয়ে এখন (বৃহস্পতিবার ভারতীয় সময় সকালে) ক্লিক করলে দেখাচ্ছে, ‘এই কন্টেন্টটির কোনও অস্তিত্ব নেই।’ এই প্রথম ট্রাম্পের পোস্ট মুছল ফেসবুক। গত জুনে ট্রাম্পের প্রচার টিম একটি ভিডিওতে হিটলারের নাৎসি পার্টির প্রতীক ব্যবহারব করেছিল। সেই ভিডিও নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছিল ফেসবুক। এমনকি টুইটারও একই পথে হেঁটেছিল।
আরও পড়ুনঃ বেইরুট বিস্ফোরণে মজুত খাদ্যশস্য ক্ষতিগ্রস্থ, চিন্তিত লেবানন সরকার
ট্রাম্পের এহেন বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় হোয়াইট হাউসের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব বলেছেন, আসলে ট্রাম্প বলতে চেয়েছেন বড়দের তুলনায় শিশুদের সংক্রমণের হার কম। তবে পর্যবেক্ষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের পদে থেকে কেউ যদি কিছু বলেন তার একটা আলাদা গুরুত্ব রয়েছে। বিশ্বজোড়া মহামারীর এই সংকটের সময়ে তাঁর আরও সচেতন ও সতর্ক হয়ে কথা বলা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584