হাজিরা দিলেও আইনব্যবস্থা সংক্রান্ত উত্তর দিতে বাধ্য নয় ফেসবুক : সুপ্রীম কোর্ট

0
61

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

২০২০ সালে দিল্লি হিংসার ঘটনায় হিংসা ছড়ানোর অভিযোগে ফেসবুককেও অভিযুক্তের তালিকাভুক্ত করে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে দিল্লি সংসদীয় কমিটি। এ বিষয়ে একটি বিশেষ পর্যবেক্ষণ জানালো সুপ্রীম কোর্ট

Supreme court Facebook

সুপ্রীম কোর্ট জানিয়েছে সংসদীয় কমিটির সামনে হাজিরা দিলেও আইন ব্যবস্থা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় ফেসবুক। দিল্লিতে হিংসা ছড়ানোর ঘটনার তদন্তে একটি সংসদীয় কমিটি গঠন করা হয়। ওই কমিটি চার্জশিটে অভিযুক্তের তালিকায় ফেসবুকের নামও যোগ করে এবং দিল্লি হিংসার ঘটনায় তাদের ভূমিকা স্পষ্ট করতে ফেসবুক কর্তৃপক্ষকে কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অজিত মোহন সুপ্রীম কোর্টে আবেদন করেন।

আরও পড়ুনঃ SSKM: যৌন হেনস্থায় অভিযুক্ত ডাক্তারকে শাস্তিমূলক বদলি নয়! উঠছে প্রশ্ন

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি দীনেশ মহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ জানায়, দিল্লি সংসদীয় প্যানেল কখনোই তদন্তকারী দলের ভূমিকা পালন করতে পারে না এবং চার্জশিট দাখিল করার নির্দেশও দিতে পারে না। দিল্লি হিংসার ঘটনায় ফেসবুকও দায়ী, এই মন্তব্য করার অধিকারও তাদের নেই। যে ধরণের মন্তব্য নিরপেক্ষ তদন্তের পরিপন্থী।

আরও পড়ুনঃ মুখরক্ষা করতে পারেননি সরকারের, তাই কি মন্ত্রীসভায় জাভড়েকরের শেষ রক্ষা হল না!

উল্লেখ্য, দিল্লি সরকারের পক্ষ থেকে ফেসবুক ইন্ডিয়ার তরফে অজিত মোহনকে দিল্লি সংসদীয় কমিটির সামনে হাজিরা দেওয়ার বিষয়টিতে বিশেষভাবে জোর দিতে থাকে। এক্ষেত্রে ফেসবুকের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রও। জানা গিয়েছে কেন্দ্রের তরফে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার সংক্রান্ত আইন কেন্দ্রের অধীনে। এবিষয়ে কোনও রাজ্য সরকারের নোটিস জারির অধিকার নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here