নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ব্যক্তিগত তথ্য ফাঁসের ঠেলায় হোয়াটসঅ্যাপ থেকে সিগনালে নাম লিখিয়েছেন ফেসবুক সিইও মার্ক জুকারবার্গও। সিগনাল নিজেদের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ের সত্যতা স্বীকার করে টুইট করেছে।এরই মাঝে প্রকাশ্যে এসেছে ৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের তথ্য ফাঁসের অভিযোগ, তথ্য ফাঁসের শিকার জুকারবার্গ নিজেও।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন ইউজার পলিসি নিয়ে বহু বিতর্ক সৃষ্টি হয়। ‘প্রাইভেসি লঙ্ঘন’ এর অভিযোগ তুলে বহু হোয়াটসঅ্যাপ ইউজার এই বহুল জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং এপ্লিকেশন ছেড়ে ‘সিগনাল’ ব্যবহার করতে শুরু করেন। অভিযোগ আসে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হলেও হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট দেখা যাচ্ছে গুগলে। এই বিতর্কের মাঝেই ভালোভাবে জায়গা করে নেয় ‘সিগনাল’ অ্যাপটি।
আরও পড়ুনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্টের সায় নেই সম্পূর্ণ লকডাউনে
ইতিমধ্যে, ৫৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় একটি হ্যাকিং সাইটে। আশ্চর্যের বিষয় হলো শিকার হন ফেসবুক সিইও জুকারবার্গও। সাইবার সিকিউরিটি গবেষক ডেভ ওয়াকার জানান, শুধু জুকারবার্গ নয়, ফেসবুকের আরো দুই কো-ফাউন্ডার ক্রিস হিউজ এবং ডাস্টিন মস্কোভিৎজের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে।
অতঃপর হঠাৎ করেই জুকারবার্গকে খুঁজে পাওয়া যায় সিগনাল ব্যবহারকারীদের তালিকায়। স্বাভাবিক ভাবেই এ তথ্য নিমেষে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। নেটিজেনরা জুকারবার্গকে ট্রোল করতে শুরু করেন যে, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া আটকাতে জুকারবার্গ ফেসবুকের মালিকানাধীন নয় এমন একটি অ্যাপ ‘সিগনাল’ ব্যবহার করতে শুরু করেছেন।
আরও পড়ুনঃ ভারতের ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে আদানি
এরপর ‘সিগনাল’ সংস্থার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও সিগনালের পক্ষ থেকে টুইট করে জানানো হয় যে, জুকারবার্গ সত্যিই নিজেও সিগনাল ব্যবহার করছেন। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে যায় সে টুইট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584