মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সব জল্পনার অবসান ঘটিয়ে ফেসবুকের নতুন নাম ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ। তাঁর কোম্পানির নতুন নাম হল ‘মেটা’। ফেসবুকে এই খবর নিজেই শেয়ার করেছেন জুকারবার্গ। বৃহস্পতিবার একটি লাইভ স্ট্রিমিংয়ে কোম্পানির নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন জুকারবার্গ।
ফেসবুকের নাম বদলে ‘মেটা’ নামকরণ করার বিষয়ে তিনি জানান, “আমি ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। এই মেটা শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ থেকে। এর বাংলা মানে হল ‘অনন্ত’। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নিয়েছি, কারণ এখনও অনেক কিছু তৈরি করা বাকি রয়েছে। সেই কারণেই ফেসবুকের এই নতুন নামকরণ।”
Announcing @Meta — the Facebook company’s new name. Meta is helping to build the metaverse, a place where we’ll play and connect in 3D. Welcome to the next chapter of social connection. pic.twitter.com/ywSJPLsCoD
— Meta (@Meta) October 28, 2021
গত কয়েকদিন আগেই এ দেশে প্রায় ছ’ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় ফেসবুকের সমস্ত পরিষেবা। আর সেই কারণে সমালোচকদের আক্রমণের মুখে পড়তে হয়েছে ফেসবুককে। ফলে অস্তিত্বে ছিল ফেসবুক। পরে এর জন্য সংস্থার তরফে ক্ষমাও চাওয়া হয়।
আরও পড়ুনঃ “স্বার্থের দ্বন্দ্ব” প্রশ্নে আবারও একটি পদ ছাড়লেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী
এই ঘটনার কিছুদিন পরই ফেসবুকের নাম বদলানোর কথা জানান মার্ক জুকারবার্গ। তবে ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ জানিয়েছেন, মূল প্রতিষ্ঠানের নাম ‘মেটা’ করা হলেও এই কোম্পানির অধীনে থাকা অ্যাপ যেমন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের নামের কোনও পরিবর্তন হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584