করোনা ত্রাণের বিজ্ঞাপন বাবদ ফেসবুক ভারত থেকে আয় করেছে ৫০ কোটি

0
67

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

ফেসবুকে ত্রাণের বিজ্ঞাপন খরচের প্রতিযোগিতায় বিজেপি ও তৃণমূল। দেশব্যাপী করোনা মোকাবিলার কারণে লকডাউনের জেরে বহু মানুষ কর্মহারা । ফলে দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকার সামর্থ্য নেই । সেজন্যই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন এগিয়ে এসেছে, এগিয়ে এসেছে রাজনৈতিক দলগুলিও । কিন্তু তাই বলে ওজনের থেকে যদি ভোজন বেশি হয়ে যায় তাহলে আসল উদ্দেশ্যটা কি সফলভাবে পূরণ হয় ?

Facebook | newsfront.co
গ্রাফিক্স চিত্র

হ্যাঁ ওজনের তুলনায় ভোজনই বেশি । ফেসবুক প্রকাশিত এক রিপোর্টে দেখা যাচ্ছে গত মার্চের ১১ তারিখ থেকে ১০ এপ্রিলের মধ্যে বিজ্ঞাপনে সব থেকে বেশি খরচ করা প্রথম ২০ জন ব্যক্তির মধ্যে রয়েছেন দুজন বিজেপি নেতা ।

আরও পড়ুনঃ লকডাউনের মাঝেই ত্রিপুরায় চাকরি খোয়ালেন সেই ১০ হাজার স্কুল শিক্ষক

উল্লেখ্য তাদের এই বিজ্ঞাপন ত্রাণকে কেন্দ্র করে । ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিজ্ঞাপন বাবদ খরচ করে ফেসবুক রিপোর্টের তালিকার ৪র্থ নম্বরে রয়েছেন বিহারের বিজেপি রাজ্যসভা এমপি আর কে সিনহা । বিজ্ঞাপন বাবদ খরচ করে ফেসবুকের ওই তালিকায় ১২ নম্বরে রয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক সুনিল দেওধর ।

তবে ফেসবুকে বিজ্ঞাপনের ওই লিস্টে শীর্ষস্থান দখল করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজটি। বিজ্ঞাপন বাবদ এই পেজ থেকে ১৩ লক্ষ টাকা খরচ করা হয়েছে বলে ফেসবুক রিপোর্টে দাবি । আর এর পরপরই রয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজটি ।এই খাতে তাদের খরচ প্রায় ১১ লক্ষ । তবে বিজ্ঞাপন খরচের দৌড়ে অনেকটা পিছিয়ে রয়েছে কংগ্রেস । বিজ্ঞাপন বাবদ ফেসবুকে তাদের খরচ মাত্র ৪০ হাজার টাকা ।সারাদেশ জুড়ে ত্রাণকে কেন্দ্র করে ফেসবুকে বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ সবমিলিয়ে ৫০ কোটি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here