নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার কবলে গোটা বিশ্ব। ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতিতে বেশিরভাগ কর্মসংস্থানের কাজ হচ্ছে বাড়ি থেকেই। ওয়ার্ক ফ্রম হোমেই অভ্যস্থ হয়ে পড়ছেন কর্মচরীরা। বিশ্বের এই কঠিন সময়ে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দিল ফেসবুকও।
বাড়িতে অফিসের সেট আপ তৈরির জন্য কর্মীপিছু এক হাজার ডলার করেও দেবে মার্ক জুকেরবার্গের কোম্পানি। সোশ্যাল মিডিয়া জায়েন্টের এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। শুধুমাত্র ফেসবুক নয়। সম্প্রতি অন্যান্য যে সব বড় প্রযুক্তি কোম্পানিগুলি রয়েছে তারা একই পদক্ষেপ করেছে, সেই পথেই এবার পা বাড়াল ফেসবুক।
আরও পড়ুনঃ অবলুপ্তির পথে খালাসি পদ, নতুন করে নিয়োগে নিষেধাজ্ঞা রেলের
ফেসবুকের মুখপাত্র ইমেইল বিবৃতিতে জানিয়েছেন, ”করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের পরামর্শে ও এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আমরা কর্মীদের ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ায় অনুমতি দেব। পাশাপাশি, বাড়ির অফিসের প্রয়োজনের জন্য আমরা কর্মীদের অতিরিক্ত এক হাজার ডলারও দেব। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৭৫ হাজার টাকা।”
আরও পড়ুনঃ ‘ভুয়ো তথ্য’ দেওয়ায় ফেসবুক-টুইটার থেকে ডিলিট ট্রাম্পের পোস্ট
করোনা ভাইরাসের দাপট কিছুটা কমলে এবং সরকারের অনুমতি পেলে সবরকম নিয়ন্ত্রণ ও নিয়ম মেনেই কোম্পানি অফিস খুলবে বলেও ফেসবুকের তরফে জানানো হয়েছে। যতদিন যাচ্ছে করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। সেই কারণে আগেই বিশ্বজুড়ে কর্মীদের জন্য বাড়ি থেকে কাজ করার সুযোগের সময়সীমা বৃদ্ধি করেছে গুগল। ওই সংস্থার কর্মীরা আগামী বছরের জুন মাস পর্যন্ত চাইলে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ পাবেন। এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না ভারতে কর্মরত গুগলের কর্মীরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584