নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
হেট স্পিচ নিয়ে ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে ওঠা দ্বিচারিতার অভিযোগ অস্বীকার করল ফেসবুকের। তাদের নীতি স্বচ্ছ ও অরাজনৈতিক; সবার ক্ষেত্রে স্বাধীন মত প্রকাশে তারা বিশ্বাসী জানিয়েছে ফেসবুক।
ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী অজিত মোহন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফেসবুক অত্যন্ত স্বচ্ছ এবং অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম। প্রতিটি মানুষের স্বাধীন মত প্রকাশের ধারণায় বিশ্বাসী ফেসবুক। তারা কোনো একটি রাজনৈতিক দলকে কোনো ভাবেই বিশেষ সুবিধা দেয় না, ফেসবুকের কমিউনিটি পলিসি অত্যন্ত স্বচ্ছ।
আরও পড়ুনঃ বিজেপির ঘৃণা ছড়ানো আটকাবে না ফেসবুকঃ ওয়াল স্ট্রিট জার্নাল
বিজ্ঞপ্তিতে তিনি বলেন গত কয়েকদিন ধরে এই সংস্থার বিরুদ্ধে ওঠা পক্ষপাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ফেসবুক কোনোরকম বিদ্বেষ বা গোঁড়ামি সমর্থন করেনা। এই পক্ষপাতের অভিযোগ তাঁরা যথেষ্ট গুরত্ব সহকারে গ্রহণ করেছেন, সেই কারণে পলিসি ডেভলপমেন্টের ওপর নিরন্তর কাজ চলছে।
আরও পড়ুনঃ মাস্ক পরার নির্দেশিকা প্রত্যাহার করলো বেজিং
ফেসবুক তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলার ক্ষেত্রে কোনরকম দ্বিচারিতা করে না, এবং বিশ্বব্যাপী এই একই পন্থা মেনে চলে। ভারতের ক্ষেত্রে ও একই নীতি ফেসবুক মেনে চলে। যেকোন হেট স্পিচ বা উস্কানিমূলক পোস্ট মুছে দেওয়া, ব্যান করা এটি তাদের পলিসি সেটা দল নির্বিশেষে।
ফেসবুক সম্পূর্ণ রূপে গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী, কোনো রকম বৈষম্যের পক্ষে তারা নয়, যেকোন রকম পোস্ট যা তাদের এই নীতির পক্ষে নয় তার বিরুদ্ধে তারা সবসময় কাজ করে এবং ভবিষ্যতেও তারা এই নীতি থেকে সরে যাবে না। তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আরও উন্নত এবং স্বচ্ছ রাখার জন্য আরও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584