নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিশ্ব ইমোজি দিবস উপলক্ষে ফেসবুক নিয়ে এলো সাউন্ডমোজিস বা সাউন্ড এফেক্ট বিশিষ্ট ইমোজি। করোনা অতিমারীর প্রভাবে কার্যত গৃহবন্দি দশা বিশ্ব জুড়ে। হুট করে যেখানে খুশি যাওয়া যায় না বা দল বেঁধে আড্ডা দেওয়া যায় না। অগত্যা ভরসা বিভিন্ন সোশ্যাল সাইটে আড্ডা। আর আড্ডা মানেই লিখে মনের ভাব বোঝানো, তার সহজতম উপায় ইমোজি ব্যবহার করা।
এ কথা মাথায় রেখে ইমোজিকে উন্নততর করার প্রয়াস হিসেবেই ফেসবুক মেসেঞ্জারে এবার এলো সাউন্ডমোজিস। অর্থাৎ-মেসেঞ্জার চ্যাটে সংক্ষিপ্ত সাউন্ড রেকর্ডিং পাঠানো যাবে। এমনটাই জানা গেছে এই মেসেজিং প্ল্যাটফর্ম থেকে। একে বলা হচ্ছে, “কথা বলতে পারা ইমোজি।”
সাউন্ডমোজিস-এর সাউন্ড বিভিন্ন রকমের হতে পারে। যেমন- তা অভিনন্দন জানানোর হতে পারে, ভয়ঙ্কর হাসি বা কোন শিল্পীর অডিও স্নিপেটস, টিভি শো বা ইউনিভার্সাল পিকচার্সের F9-এর মতো ছবি, এছাড়া ইউনিভার্সাল টেলিভিশন, নেটফ্লিক্স বা সাউন্ডল্যান্ডস ব্রিজারটনের যথাক্রমে এনবিসি এবং ব্রুকলিন নাইন-নাইন এর সাউন্ড হতে পারে।
ফেসবুকের তরফে বলা হয়েছে, পুরো সাউন্ডমোজি লাইব্রেরি আনতে চলেছে তারা, যেখান থেকে ব্যবহারকারী নিজের পছন্দ মতো সাউন্ডমোজি বেছে নিতে পারবেন। এবং নতুন নতুন সাউন্ড এফেক্ট অনুযায়ী আপডেট হতে থাকবে এই লাইব্রেরী। এছাড়া থাকবে বিখ্যাত সব সাউন্ড। প্রত্যেক সাউন্ডের প্রতিনিধিত্ব করবে কোনও না কোনও ইমোজি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584