নিউজফ্রন্ট, দিল্লী:
সোশ্যাল মিডিয়ায় অন্যতম প্রধান নাম ফেসবুক। আর এই জনপ্রিয় সামাজিক মাধ্যম তার ব্যবহারকারীদের জন্য আনছে নতুন ভিডিও সার্ভিস-‘ওয়াচ’।
এই ফিচারের মাধ্যমে রিয়ালিটি থেকে শুরু করে কমেডি শো, এমনকি সরাসরি বিভিন্ন খেলাও উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা৷
এই ভিডিও ট্যাবটি ‘পার্সোনালাইজ’ও করা যাবে যাতে ব্যবহারকারীরা নতুন শো দেখতে পারেন। তাদের বন্ধুরা কী দেখছেন তার ওপর ভিত্তি করে নতুন নতুন শো-ও আবিষ্কার করতে পারবেন তারা।
এর আনুষ্ঠানিক উন্মোচনে ভিডিওসহ একটি পোস্টে ফেসবুক কর্মকর্তা মার্ক জুকারবার্গ বলেন, ‘‘এর মাধ্যমে আপনি শো দেখতে পারবেন, বন্ধুরা কি শো দেখছে তা জানতে পারবেন, এপিসোড চলতে চলতেই চ্যাট করতে পারবেন, প্রিয় শো ও এর নির্মাতাদের ফলো করতে পারবেন৷”
ফেসবুকের এই নতুন উদ্যোগকে টিভি ও ইউটিউবের ওপর একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে। এছাড়াও আ্যমাজন, নেটফ্লিক্স প্রভৃতি পপুলার ভিডিও সাইট গুলোর উপরও বিশাল আঘাত বলেই মনে হচ্ছে।
এর আগে, ফেসবুকে অফলাইন ভিডিও আপলোড এবং ফেসবুক লাইভ ভিডিও অপশন চালু করা হয়৷ এগুলোও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷
তাই মার্ক জুকারবার্গের সাফল্যের ধারাবাহিকতা ভিডিও শো-ওয়াচে’ও দেখা যাবে বলেই মনে করছেন টেকনলজি এক্সপার্টরা।
তবে আপাতত যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরেই এই নতুন ফিচারচালু করছে ফেসবুক৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584