মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আগামী সপ্তাহেই বদলে যাবে ফেসবুকের নাম! এমনটাই জানাল ফেসবুক কর্তৃপক্ষ। তবে নাম বদলে নতুন কি নামে পরিচিতি পাবে ফেসবুক? তা এখনও জানা যায়নি। কর্মীদের পাশাপাশি ফেসবুকের নতুন নামের ব্যপারে জানেন না ফেসবুক কর্তৃপক্ষের অনেক শীর্ষ কর্তাও। আগামী ২৮ অক্টোবর, বৃহস্পতিবার সংস্থার একটি কনফারেন্স রয়েছে।
এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকেই নতুন নামের বিষয়ে আলোচনা করবেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। আগামী সপ্তাহে সংস্থার নাম বদলালেও ফেসবুক অ্যাপের নাম না বদলানোরই সম্ভাবনা বেশি। সূত্রের খবর, সংস্থাটি নতুন যে নামে আত্মপ্রকাশ করবে তার অধীনেই একটি অ্যাপের নাম হবে ফেসবুক। যদিও এ বিষয়ে ফেসবুকের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ ২০২১-২২ শিক্ষাবর্ষের আইসিএসই এবং আইএসসির প্রথম টার্মের পরীক্ষা স্থগিত
কয়েকদিন আগেই প্রযুক্তিগত সমস্যার কারণে টানা ৬-৭ ঘণ্টা বন্ধ হয়ে গিয়েছিল ফেসবুক। ফলে সংস্থার শেয়ারও অনেকটাই নেমে গেছে। ওই সংস্থার অধীনে থাকা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইন্সটাগ্রামের মতো পরিষেবা সবই সেইসময় বন্ধ হয়ে গেছিল। আর তার কারণে নানাধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন ফেসবুকের কোটি কোটি গ্রাহক।
আরও পড়ুনঃ দাম বাড়তে পারে সিগারেট-বিড়িরও, ইঙ্গিত কেন্দ্রের
চলতি বছরের জুলাই মাসে মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার সংস্থা থেকে একটি মেটাভার্স কোম্পানিতে উন্নীত হোক, সেটাই তিনি চান। মেটাভার্স আসলে এক ভার্চুয়াল দুনিয়া। আর এই ভার্চুয়াল দুনিয়ায় মানুষ সব কাজই ভার্চুয়লি করতে পারবেন। সেই মেটাভার্সের কথা মাথায় রেখেই ফেসবুকের নাম বদলে যেতে চলেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584