নরেন্দ্র মোদীর সফর ঘিরে প্রতিবাদের জেরে বাংলাদেশে বন্ধ ফেসবুক পরিষেবা

0
203

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে তুমুল বিরোধীতার জেরে বাংলাদেশে শুক্রবার থেকে বন্ধ রাখা হয়েছে ফেসবুক পরিষেবা। বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে বিক্ষোভে পুলিশের গুলিতে মারাও গেছেন চারজন বিক্ষোভকারী। এই কারণে রবিবার গোটা বাংলাদেশে বন্ধ ডেকেছে হেফাজত-ই-ইসলাম সংগঠন।

PM Narendra Modi | newsfront.co
ফাইল চিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুদিনের বাংলাদেশ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর এই বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুরু হয় চট্টগ্রাম থানায় মোদি বিরোধী বিক্ষোভ শুরু হয়। হঠাৎই পুলিশ এই বিক্ষোভ মিছিলে গুলি চালালে চারজন বিক্ষোভকারীর মৃত্যু ঘটে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, তারপর থেকেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক পরিষেবা।

এই প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি প্রকাশ করে হয়েছে। যেখানে তারা জানিয়েছে, বাংলাদেশে পরিষেবা বন্ধ করার বিষয়ে সচেতন রয়েছে ফেসবুক। এর পাশাপাশি তারা এই বিষয়টি বোঝার জন্য কাজ করছে এবং খুব শীঘ্রই আবার সম্পূর্ন পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুক বা মেসেঞ্জার বন্ধ করার ব্যাপারে কিছু বলেনি তবে বিক্ষোভ ছড়িয়ে পড়া আটকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে একথা তিনি স্বীকার করেছেন। করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিলো ফেসবুক বলে জানিয়েছে মার্কিন এই সোশ্যাল মাধ্যম। আর এমনই একটা সময়ে বাংলাদেশে ফেসবুক বন্ধ রাখার জন্য উদ্বেগ প্রকাশ করেছে তারা।

আরও পড়ুনঃ ভোটের আগে আর বাধা রইলো না ইলেক্টরাল বন্ড বিক্রিতে

শুক্রবার মোদী বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর প্রতিবাদে রবিবার হেফাজত-ই-ইসলাম সংগঠন দেশজুড়ে বন্ধের ডাক দিয়েছে। হেফাজত-ই-ইসলাম এর অর্থ ইসলাম কে রক্ষা করা, এই সংগঠন ভারতে সংখ্যালঘু মুসলিমদের দেশ থেকে বিতারিত করার অভিযোগ এনেছে মোদীর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ হচ্ছেই, বার্তা আরবিআই কর্তার

করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রতিবেশী বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর । শনিবার বাংলাদেশের এক মন্দিরে পুজো দিয়ে সেখানকার মতুয়া মন্দিরে যাবার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন। দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়েও এই সফরে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here