ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে ভারত সরকারের নতুন তথ্যপ্রযুক্তি আইন মেনে চলার প্রক্রিয়া তারা শুরু করেছে। তবে কিছু বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে তাদের বিশদ আলোচনার প্রয়োজন বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানায়, কেন্দ্রের তরফে জারি হওয়া নতুন বিধি মেনে চলার জন্য ডিজিটাল মিডিয়া সংস্থাগুলিকে তিন মাস সময় দেওয়া হলো, ওই সময়ের মধ্যে সরকারি নিয়ম না মানলে বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংস্থার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। কেন্দ্রের নির্দিষ্ট করে দেওয়া সেই সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার অর্থাৎ ২৫ মে ২০২১।
আরও পড়ুনঃ লক্ষ্য হিন্দুত্ব প্রতিষ্ঠা! গোমাংসে নিষেধাজ্ঞা, একুশে নয়া আইন লাক্ষাদ্বীপে
বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬মে থেকে ডিজিটাল কনটেন্টকে নজরদারির আওতায় আনার কথা কেন্দ্রের। ঠিক তার আগের দিন ফেসবুকের এই ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নেটমাধ্যমে ঘোরাফেরা করা সকলেই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলির বিরুদ্ধে সরকারি বিধিনিষেধ না মানার অভিযোগ ছিল বেশ কিছুদিন ধরেই। কেন্দ্র এই প্রসঙ্গে ডিজিটাল মিডিয়া সংস্থাগুলিকে সাবধানও করেছিল এবং এই নিয়ে ডিজিটাল মিডিয়া ও কেন্দ্রের দীর্ঘ টানা পোড়েন ছিলই।
আরও পড়ুনঃ ভারতীয় পাসপোর্টে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল বহু দেশ
কেন্দ্রের নতুন নিয়মে বলা হয়েছে যে ডিজিটাল মিডিয়াগুলিতে ভারত থেকে কোনও কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হবে, যাঁরা বিভিন্ন অভিযোগ নিয়ে নেটমাধ্যমগুলোর কনটেন্টের উপর ‘নজরদারি’ চালাবেন। আপত্তিজনক কিছু দেখলেই সেগুলো সরিয়ে দেবেন। শুধু নেটমাধ্যমগুলোর জন্যই নয়, ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্যও একই নিয়ম জারি করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে মানুষের চিন্তার প্রতিফলনে বাঁধ দিতে চাইছে সরকার, যা একেবারেই অগণতান্ত্রিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584