নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভারতের নয়া আইটি নির্দেশিকা অনুযায়ী আইন লঙ্ঘনকারী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রিপোর্ট প্রকাশ করল ফেসবুক ও ইনস্টাগ্রাম।
১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত ৩ কোটির বেশি পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে তারা, এমনটাই জানানো হয়েছে ফেসবুক প্রকাশিত রিপোর্টে। একই সঙ্গে ইনস্টাগ্রামও রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে আইন লঙ্ঘনকারী ২ কোটি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারাও। উল্লেখ্য, গুগল এবং কু শুক্রবার তাদের রিপোর্ট প্রকাশ করেছে, সেই ধারাই অনুসরণ করলো ফেসবুক।
আরও পড়ুনঃ আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার তদন্তে স্থগিতাদেশ নয়ঃ কেরল হাইকোর্ট
ফেসবুকের তরফে জানানো হয়েছে আইনলঙ্ঘন বিষয়টিকে ১০ টি ভাগে ভাগ করেছে তারা। সেই অনুযায়ী পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে ইনস্টাগ্রাম এর তরফে সংস্থার মুখপাত্র জানান, তাঁরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছেন এই বিষয়টিতে।
আরও পড়ুনঃ ১৯ জুলাই থেকে শুরু লোকসভার বাদল অধিবেশন, মানতে হবে করোনা বিধি
এছাড়া পোস্ট রিপোর্ট হলেও খতিয়ে দেখা হচ্ছে বিষয়গুলি। আগামী ১৫ জুলাই ফেসবুক ও ইনস্টাগ্রাম রিপোর্টে জানাবে যে এই পোস্টগুলির বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা তারা নিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584