নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় ফেক স্টোরির দৌরাত্মে অস্থির আমেরিকা। রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাশিয়ার একটি দল ফেসবুক, টুইটারের মাধ্যমে ছড়াচ্ছে মিথ্যে খবর, ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা মেনে নিল ফেসবুক।
দেখে মনে হয় বামপন্থী কোনো দলের নিউজ ওয়েবসাইট, কিন্তু আসলে সেখান থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুক বা টুইটারের সাহায্যে বিভিন্ন ফেক প্রোফাইলের মাধ্যমে।
২০১৬-র রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই কাজ ঘটিয়েছিল রাশিয়ার একটি সংগঠন। ইন্টারেন্ট রিসার্চ এজেন্সি নামে এই সংগঠন ২০১৬ সালেও একইভাবে কাজ করেছিল কিন্তু পরিধি ছিল আরও ব্যাপক।
আরও পড়ুনঃ পাবজি-সহ আরও ১১৭ চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র
এই ওয়েবসাইটটি আমেরিকানদেরই ভাড়া করে তাদের হয়ে কাজ করার জন্য। তাদের ছবি তৈরি করা হয় কম্পিউটার ব্যবহার করে, যাতে আসল লেখক মনে হয়। ২০১৬ সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিকে হারানোর জন্য এরা কাজ করেছিল। বাইপার্টিসান সেনেট ইন্টেলিজেন্স অথরিটি জানিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য এই দল কাজ করেছিল।
আরও পড়ুনঃ স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু হল উহানে
এক আমেরিকান যুবক নিজের নাম গোপন রাখার শর্তে একটি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি বিভিন্ন বিষয়ে ফ্রিল্যান্সার হিসেবে লেখালেখি করে জীবিকা নির্বাহ করেন। ইন্টারনেটে এরকমই একটি বিজ্ঞাপন দেখে সেখানেও যোগাযোগ করেছিলেন, তাঁর লেখা প্রশংসিত হয় আরও লেখার বরাত পান তিনি প্রতিটি লেখা বাবদ তিনি ৭৫ ডলার পারিশ্রমিক পান। এই অর্থ আসে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি উত্তাল হয়েছে এই নিয়ে, সেদেশের গোয়েন্দা সংস্থাগুলি তদন্ত চালাচ্ছে এবং ফেসবুক ও টুইটার ও এই সব ফেক প্রোফাইল চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584