নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফেসবুক কখনোই দক্ষিণপন্থী রাজনীতির মুখপাত্র নয়, এইচবিও চ্যানেলের এক সাক্ষাৎকারে বললেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুকের বিরুদ্ধে সাম্প্রতিককালে বহু অভিযোগ উঠেছে বিশ্বজুড়ে, দক্ষিণপন্থী রাজনীতিবিদদের হয়ে কাজ করার।
ওই সাক্ষাৎকারে জুকারবার্গ জানিয়েছেন যে, “তাঁরা সব ধরণের মতকে সব সময় স্বাগত জানান; এই প্রসঙ্গে উল্লেখ করেন যেমন এন্টি- ভ্যাক্সার কোনো পোস্টই মুছবে না ফেসবুক। যদিও অনেক বিশেষজ্ঞ আশঙ্কার কথা জানিয়েছেন তাও সবধরনের মতামত তাঁরা রেখে দিতে চান। কেউ যদি সত্যিই খুব ভয় পেয়ে ভ্যাকসিনের খারাপ দিক নিয়ে কিছু লেখেন, আমার দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে নস্যাৎ করে দেওয়া খুবই মুশকিল।”
আরও পড়ুনঃ বিদ্বেষের বিরুদ্ধে চুপ! প্রতিবাদে ফেসবুক ছাড়লেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার
ফেসবুক যে কোনো ধরনের বিদ্বেষমূলক বা হুমকির পোস্ট সবসময়ই মুছে দেয় যদি সেগুলো সত্যিই ভয়ঙ্কর হয়। সাক্ষাৎকারে জুকারবার্গ ফেসবুকের সম্পর্কে যাবতীয় অভিযোগই উড়িয়ে দিয়েছেন। কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের হয়ে প্রচার বা সমর্থন কোনোটাই ফেসবুক করে না দ্বর্থহীন ভাষায় জানালেন ফেসবুক প্রতিষ্ঠাতা। তাঁর মতে, আমরা সমাজের প্রতিটি মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাস করি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584