নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
বুধবার দিল্লির পীরাগরি এলাকার একটি কারখানায় আগুন লাগে। দমকলের সর্বমোট ৩৫ টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে খবর পাওয়া মাত্রই যাত্রা করে।
Delhi: Fire broke out in a four-storey factory in Peeragarhi area, late last night. The fire also spread to an adjacent building. 28 fire tenders are present at the spot. 3 fire-fighting personnel injured. Fire fighting operations are still underway. More details awaited. pic.twitter.com/KvkyDwrDri
— ANI (@ANI) November 4, 2019
সূত্রের খবর, দিল্লি ফায়ার সার্ভিস-এর পরিচালক অতুল গর্গ জানিয়েছেন, ভোর ৪.২৩ নাগাদ একটি ফোন কল আসে। সেই ফোন কল থেকেই জানতে পারা যায় পীরাগরির উদ্যোগনগর এলাকার একটি কারখানায় আগুন লাগার কথা। সঙ্গে সঙ্গে ৭ টি ফায়ার টেন্ডারকে পাঠানো হয় ঘটনাস্থলে।
জানা গিয়েছে, উদ্ধারকার্য চালানোর সময় একটি ব্লাস্টে কিছু দমকল আধিকারিক এবং আরও কিছু সাধারণ মানুষ আটকে পড়ে ঘটনাস্থলে। তবে উদ্ধারকার্য এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584