প্রতীকী ধর্মঘট ডেকে পথে নেই সিপিএম

0
84

নিউজ ডেস্কঃ

পঞ্চায়েত নির্বাচনে সমগ্র রাজ্যজুড়ে সি পি এম কর্মীরা আক্রান্ত এই অভিযোগে আলিমুদ্দিন স্ট্রীটের ডাকা ছয় ঘন্টার প্রতীকী ধর্মঘট পুরোপুরি ব্যর্থ হয়েছে।যান চলাচল ছিল স্বাভাবিক খোলা ছিল দোকানপাটও।রাজ্যের দু একটি স্থান ছাড়া সি পি এম কর্মীদেরও চোখে পড়েনি বনধ্ সফল করতে রাস্তায় নামতে।

অচল বন্ধে সচল বাংলা-কলকাতা (সমস্ত ছবিই-সংগৃহীত)

সমগ্র রাজ্যজুড়ে স্বাভাবিক জন জীবন অব্যাহত ছিল।এ কথা ঠিক যে রাজ্যকে সচল রাখতে সরকারী তরফ থেকেও তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

মেদিনীপুরে

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে সমস্ত শাসক দলই সন্ত্রাসের অভিযোগ এনেছে। শুধু তাই নয় বেনজিরভাবে হাইকোর্ট এই নির্বাচনে হস্তক্ষেপ করে স্থগিতাদেশ জারি করছে।এই নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে ওয়াকিবহাল মহলও সুনির্দিষ্ট কোন মতামত দিতে পারছেন না।

ব‍্যারাকপুর

পঞ্চায়েত নির্বাচন ঘিরে এই রাজনৈতিক চাপান উতোর আইনী জটিলতার মাঝে সি পি এমের এই প্রতীকী ধর্মঘট শুধু ব্যর্থ তা নয় দলীয় কর্মীদেরও বনধের সমর্থনে পথে নামাতে ব্যর্থ হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here