শিব চতুর্দশীর মেলা উপলক্ষ্যে উচ্ছ্বাসে মেতেছে জটেশ্বরবাসী

0
88

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়। মেলার আক্ষরিক অর্থ মিলন। মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। ফালাকাটা ব্লকের জটেশ্বরে চলছে শিব চতুর্দশী উপলক্ষ্যে মেলা।

merry go round | newsfront.co
নিজস্ব চিত্র

মানুষের উচ্ছ্বাস-উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মেলার মধ্য দিয়ে। ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মেলা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। ইতিমধ্যে জটেশ্বরের মেলা জমে উঠেছে।

crowds | newsfront.co
নিজস্ব চিত্র
fair | newsfront.co
মেলায় জনসমাগম। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গোয়ালতোড়ে রাজনাথের জনসভায় দর্শকের থেকে কেন্দ্রীয় বাহিনীর ভিড় বেশি

ফালাকাটা সহ বিভিন্ন প্রান্তের মানুষের ঢল নামছে সন্ধ্যা নামার সাথে সাথে।উল্লেখ্য, গত ১১ই মার্চ থেকে শুরু হয় জটেশ্বর মেলার। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষ্যে জটেশ্বর বাজারে ১৫ দিন ব্যাপী জমজমাট মেলা চলে।

দূরদুরান্ত থেকে যেমন ভক্তের ঢল নামে,তেমনি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা পসারা সাজিয়ে বসেন। পাশাপাশি চলে পূজার্চনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here