মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
এলাহাবাদ, মুঘলসরাইয়ের পর এবার ফৈজাবাদ রেল স্টেশনের নাম বদল করলেন যোগী আদিত্যনাথ। ফৈজাবাদ স্টেশনের নতুন নাম অযোধ্যা ক্যান্টমেন্ট। শনিবার যোগী সরকারের এই সিদ্ধান্তে শিলমোহর দিল কেন্দ্র। যোগী সরকারের তরফ থেকে টুইট করে ফৈজাবাদ স্টেশনের নাম বদলের কথা জানানো হয়েছে। এনিয়ে শীঘ্রই নোটিস জারি করা হবে বলেও জানা গিয়েছে।
এদিকে, ফৈজাবাদ স্টেশনের নাম বদলের এই পদক্ষেপকে হিন্দু ভাবাবেগের রাজনীতি নিয়ে খেলা করা হচ্ছে বলে দাবি করেছে বিরোধীরা। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, যে জায়গাগুলির নাম পরিবর্তন করা হয়েছে সেসব জায়গায় পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্যই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
#UPCM श्री @myogiadityanath जी ने फैजाबाद रेलवे जंक्शन का नाम "अयोध्या कैन्ट" करने का निर्णय लिया है। @spgoyal@sanjaychapps1@74_alok pic.twitter.com/P8qg4Gc2P3
— CM Office, GoUP (@CMOfficeUP) October 23, 2021
আরও পড়ুনঃ আগামীকাল মেট্রোর নন-এসি রেকের বিদায় অনুষ্ঠান মহানায়ক উত্তমকুমার স্টেশনে
উল্লেখ্য, ফৈজাবাদের আগে এলাহাবাদ, মুঘলসরাই রেল স্টেশনেরও নাম পরিবর্তন করে যোগী সরকার। এলাহাবাদের নাম বদল করে প্রয়াগরাজ ও মুঘলসরাই রেল স্টেশনের নাম বদল করে দীন দয়াল উপাধ্যায় জাংশন করে দেয় উত্তরপ্রদেশ সরকার। ২০১৮ সালে বেরিলি, আগ্রা, কানপুর-বিমানবন্দরের নাম বদলের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানায় এই সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584