জাল সার্টিফিকেট কান্ডে ধৃত দুই

0
83

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

fake certificate caught two
ধৃত দুই।নিজস্ব চিত্র
fake certificate caught two
উদ্ধার হওয়া জাল সার্টিফিকেট।নিজস্ব চিত্র

জাল সার্টিফিকেট কান্ডে এক সিভিক ভলান্টিয়ার সহ গ্রেফতার দুজন।জাল সার্টিফিকেট দিয়ে মোটা টাকা রোজগার করত দুজন সুদীপ বৈদ্য ও সিভিক ভলেন্টিয়ার শামীম হোসেন।গোপন সূত্রে খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে।সুদীপ বৈদ্যের বাড়ি মথুরাপুর ও শামীমের বাড়ি মাধবপুর এলাকায়।শামীমকে মাধবপুর মোড় ও সুদীপকে বাড়ি থেকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা যায়,সুদীপ বৈদ্য ও শামীম হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিভার্সিটি ও ডিসেটন্স এডুকেশন থেকে থেকে বিএ,এম এ,মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে দেওয়ার নাম করে সার্টিফিকেট দিত। মথুরাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুদীপ বৈদ্য ও শামীম হোসেনকে গ্রেফতার করে।তাদের নিয়ে বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে প্রচুর এডমিট কার্ড,মার্কসিট ও সার্টিফিকেট,সত্তরটি রাবার স্ট্যাম্প ও কিছু ইলেকট্রনিক জিনিস উদ্ধার করে।এগুলো এই কাজে ব্যাবহার করা হতো বলে পুলিশ সূত্রে জানান যায়। তাদের বিরুদ্ধে ১২০ বি, ৪২০,৪১৯,৪৬৮ আই পি এস মামলা রুজু করা হয়েছে।আজ তাদের
ডায়মন্ড হারবার এ‌সি‌জেএম অাদাল‌তে তোলা হ‌লে বিচারক পাঁচ দি‌নের পু‌লিশ হেফাজ‌তের নির্দ‌েশ দেন।

fake certificate caught two
ধৃতের প্রতিবেশী।নিজস্ব চিত্র
fake certificate caught two
ধৃতের মা।নিজস্ব চিত্র

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত বাসগৃহ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here