পিয়ালী দাস,বীরভূমঃ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে খবর,চলতি বছরে পার্সি ভাষা নিয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষার জন্য স্নাতকোত্তরের শংসাপত্র ও প্রয়োজনীয় নথি বিশ্ববিদ্যালয়ে জমা দেয় জামসেদ।সেই শংসাপত্র অনুযায়ী, মিরাটে চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫-১৭ শিক্ষাবর্ষে ইতিহাসে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছিল জামসেদ।
চলতি বছরে বিশ্বভারতীতে পার্সি ভাষায় গবেষণার জন্য আবেদন করে সে। কিন্তু,সেই শংসাপত্র ভুয়ো বলে সন্দেহ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।এরপর শান্তিনিকেতন থানায় অভিযোগ জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়।
গতকাল পুলিশ জামসেদকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে গ্রেফতার করে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বোলারো-বাইক সংঘর্ষে আহত কলেজ ছাত্রসহ দুই
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584