নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে টিউবওয়েলের জল ভরে তাতে নামী কোম্পানির স্টিকার ও লোগো লাগিয়ে বিক্রি করার অভিযোগ উঠল রায়গঞ্জের পালপাড়ায়।
ভেজাল জল বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক ব্যক্তি। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, রায়গঞ্জে লকডাউন শুরুর থেকেই ভেজাল জল বিক্রির একটা চক্রের খবর আসছিল। কিন্ত হাতে নাতে ধরতে পারছিলেন না কেউ। রায়গঞ্জের অশোকপল্লীর পালপাড়ার ওই অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ পরিমাণ নিয়ে বিভ্রান্তি, গোয়ালপোখরে রেশন গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জের এক ব্যবসায়ী জয়দ্বীপ্ত বিশ্বাস জানতে পারেন তার কোম্পানির স্টিকার লাগিয়ে জল বিক্রি করা হচ্ছে। অন্যদিনের মতো এদিনও সেই অভিযুক্ত টোটোতে করে জল বিক্রি করতে বের হয়েছিলেন। রাস্তায় নিজেদের স্টিকার লাগানো জলের ড্রাম দেখে সন্দেহ হয় জয়দেব বাবুর। তিনি হাতে নাতে ধরে ফেলেন সেই ব্যক্তিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584