নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পিছিয়ে গিয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা! এরকম একটি ভুয়ো খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মধ্য শিক্ষা পর্ষদ অবশেষে নোটিফিকেশন জারি করে জানালো , মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনও নির্দেশিকা আদৌ জারি করা হয়নি। কিন্তু কোন উদ্দেশে কারা এই বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল, তা নিয়ে ধোঁয়াশা। শিক্ষকদের একাধিক সংগঠন এই পোস্টের রহস্য উদঘাটন করতে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার দাবি জানিয়েছে।
শনিবার সোশ্যাল মিডিয়ায় মধ্যশিক্ষা পর্ষদের নামে একটি নকল নির্দেশিকা ছড়িয়ে পড়ে । তাতে লেখা ছিল, “আগস্ট মাসের তিন তারিখ থেকে শুরু হতে চলেছে ২০২১-সালের মাধ্যমিক। শেষ হবে ১২ আগস্ট।”
স্বাভাবিকভাবেই কয়েক মুহূর্তে এত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা ক্রমশ ধন্দ বাড়াতে থাকে পরীক্ষার্থী-সহ শিক্ষামহলের। রবি এবং সোমবার সারাদিন এই নিয়ে চলতে থাকে আলোচনা। উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে পরীক্ষার্থীদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার পালটা নোটিফিকেশন জারি করে পরীক্ষার পূর্ব নির্ধারিত সূচি অপরিবর্তিত থাকার কথা জানায় বোর্ড।
আরও পড়ুনঃ দিল্লিতে স্কুলের দেওয়ালে মেসির ছবি ঘিরে তুমুল বিতর্ক, এল পুলিশবাহিনীও
এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষকদের একাধিক সংগঠন। এই ঘটনা উদ্বেগজনক এবং এর পিছনে কোনও শক্তিশালী দুষ্টচক্র কাজ করছে বলে অভিমত শিক্ষকদের।
তদন্ত করে চক্রের হদিশ বের করতে পুলিশের কাছে যাওয়ার দাবি জানিয়েছে অল পোস্ট গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন, সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস-এর মতো গুরুত্বপূর্ণ শিক্ষক সংগঠনগুলি। অবিলম্বে তদন্ত শুরু করতে সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হওয়ার দাবি জানানো হয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584