পেইড নিউজের চেয়ে ফেক নিউজ বেশি ক্ষতিকরঃ প্রকাশ জাভেরকর

0
43

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

“ফেক নিউজ অনেক বেশি ক্ষতিকারক পেইড নিউজের চাইতে, কোনো ডিজিটাল কন্টেন্ট প্রকাশ ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন” মন্তব্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভেরকরের।

Prakash Javdekar | newsfront.co
প্রকাশ জাভেরকর

মানুষের সুস্থ চিন্তা নষ্ট করে দেওয়ার, ভুল দিকে জনমতকে পরিচালিত করার প্রভুত ক্ষমতা রাখে একটি ফেক নিউজ, তুলনামূলক ভাবে পেইড নিউজ অনেক নিরীহ। পেইড নিউজ সেভাবে সামাজিক ক্ষতি করেনা যা করতে পারে মাত্র একটি ফেক নিউজ।

সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি মাত্র ফেক নিউজ সামাজিক শান্তি বিনষ্ট করে দিতে পারে, জনগণের স্বাভাবিক জীবন ধ্বংস করে দিতে পারে। এক ভার্চুয়াল সভাতে একথা বলছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভেরকর।

আরও পড়ুনঃ অনুরাগ, প্রভাসের বিরুদ্ধে এফআইআর-এর আবেদন খারিজ

তিনি আরও বলেন বিশ্বের বিভিন্ন দেশ এর শিকার হয়েছে, তারা এর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে এবং নিচ্ছেও। শুধু রাজনৈতিক ক্ষেত্র নয় অন্যান্য সবক্ষেত্রেই ফেক নিউজের ক্ষতিকারক দিক লক্ষ করা যাচ্ছে।

আরও পড়ুনঃ সাংবাদিক সুপ্রিয়া শর্মাকে গ্রেফতার করা যাবে নাঃ এলাহাবাদ হাইকোর্ট

আজকের দিনে ডিজিটাল কন্টেন্ট অনেক বেশি শক্তিশালী ছাপার অক্ষরের তুলনায়, সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে হোয়াটস অ্যাপ অনেক বেশি কাজ করে ফেক নিউজ ছড়াতে। একটা হোয়াটস অ্যাপ মেসেজ সেভাবে ছড়িয়ে পড়লে স্বাভাবিক জনজীবন মারাত্মক ক্ষতির সামনে পড়তে পারে, এই কারণে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

এই কারণে সরকার একটি ফ্যাক্ট চেক টিম তৈরি করেছে, যারা ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া খবরগুলির সত্যতা যাচাই করে। এই পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট সারা দেশে প্রতিটি রাজ্যে তৈরি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here