ফেকনিউজ সংক্রান্ত নির্দেশিকা তুলে নিল তথ্য মন্ত্রণালয়

0
82

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-

ফেক নিউজ বা ভুয়ো খবর প্রচার করলে সাংবাদিকের পরিচয়পত্র ও সংবাদমাধ্যমের সরকারি স্বীকৃতি বাতিল- এই রকম একটি নির্দেশ দিয়েছিলেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ছবি-সংগৃহিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওই নির্দেশের ক’দিন না যেতেই গতকাল মঙ্গলবার গণমাধ্যমে এই সরকারি হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়ে নির্দেশিকা তুলে নেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পিএমও সূত্রের খবর, নরেন্দ্র মোদি জানিয়েছেন ‘ফেক নিউজ’ সম্পর্কিত বিষয়টি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াই সামলাবে, সরকার নয়।

প্রধানমন্ত্রীর এই নির্দেশের পরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই নির্দেশিকা সরিয়ে নেয়া হয়। স্মৃতি ইরানি নিজেই টুইট করে জানান, পিআইবি অ্যাক্রিডিটেশন এক নির্দেশিকায় প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া ও নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনকে ভুয়ো খবর বা ফেক নিউজ নির্ধারণ ও তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলেছে।

সোমবার তথ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছিল, খবর ভুয়ো প্রমাণিত হলে সাংবাদিকদের সরকারি স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন কার্ড) বাতিল হবে। প্রথম দফায় ৬ মাসের জন্য, পরের বার এক বছর এবং তৃতীয় বার একই কাজের পুনরাবৃত্তি হলে পাকাপাকিভাবে সেই সরকারি স্বীকৃতি বাতিল হয়ে যাবে।

সরকারের এই নির্দেশিকার পরই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বিষয়টিকে ‘রাজনৈতিক সেন্সরশিপের হাতছানি’ হিসেবেও সমালোচনা করেন বিভিন্ন সংবাদমাধ্যম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here