নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী রঞ্জন গগৈ করোনা আক্রান্ত এই মর্মে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর অভিযোগ উঠলো কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। প্রাক্তন প্রধান বিচারপতি ও বর্তমানে রাজ্যসভার সদস্য শ্রী রঞ্জন গগৈ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এই সংবাদ সর্বৈব মিথ্যা।
কয়েকটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই মিথ্যা সংবাদ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। আইন সংক্রান্ত ওয়েবসাইট ‘বার এন্ড বেঞ্চ’ এর তরফেও শ্রী গগৈ-এর বক্তব্যকে সমর্থন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক ধরে চলতে থাকা রাম মন্দির সংক্রান্ত বিতর্কিত এবং বহু চর্চিত মামলার রায় দেন শ্রী রঞ্জন গগৈ।
After reports surfaced that former Chief Justice of India and Rajya Sabha MP, Ranjan Gogoi tested positive for #COVID19, Justice Gogoi confirms to @barandbench that the "news is incorrect." pic.twitter.com/5GDzGyKSaP
— Bar & Bench (@barandbench) August 4, 2020
আরও পড়ুনঃ প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবাজীরাও পাটিল
কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী-সহ বিজেপির অনেক বড় বড় নেতাই এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে, তারই সাথে হঠাৎ শ্রী রঞ্জন গগৈ এর নামটি জুড়ে দেয় কিছু ইংরাজি ও হিন্দি সংবাদ মাধ্যম, কোন প্রামাণ্য তথ্য সূত্র ছাড়াই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584