বর্ধিত হারে মহার্ঘ ভাতার নির্দেশিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, অর্থমন্ত্রক জানালো ভুয়ো

0
70

নিজস্ব প্রতিবেদক, নিউজ ফ্রন্টঃ

গত কয়েকদিন যাবৎ অর্থ মন্ত্রকের নামে একটি নির্দেশিকা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যাতে দেখা যায় কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনাররা বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন জুলাই মাস থেকেই। উল্লেখ্য, গত বছর এপ্রিলে, করোনা অতিমারীর কারণে অর্থমন্ত্রক ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬১ লক্ষ পেনশনারের মহার্ঘ ভাতা বৃদ্ধি চলতি বছর ৩০ জুন পর্যন্ত স্থগিত করে দেয়। স্বাভাবিক ভাবেই প্রভুত উচ্ছসিত হয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্তু সব আশায় জল ঢেলে অর্থমন্ত্রক সাফ জানালো সবটাই গুজব, এমন কোন নির্দেশিকা আদৌ জারি করেনি অর্থমন্ত্রক।

গত বছর এপ্রিল মাসেই অর্থমন্ত্রক জানিয়েছিল যে করোনা অতিমারীর কারণে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনারদের মহার্ঘ ভাতা বৃদ্ধি স্থগিত রাখা হচ্ছে যা ২০২০ সালের ১ জানুয়ারি থেকে বকেয়া রয়েছে। একইসঙ্গে ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১ থেকে বকেয়া মহার্ঘ ভাতাও প্রদান করা হবে না। এখনো পর্যন্ত পুরনো হারেই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনারদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here