মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
সম্প্রতি হুগলির তেলেনিপাড়ায় বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হতেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার অভিযোগ উঠেছিল আগেই। বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে নানা প্ররোচনামূলক পোস্ট। হিংসায় উসকানি দিতে কারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, তা জানতে জেলায় জেলায় নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশ ঘোষণার পরই ফেসবুকে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একজনকে চিহ্নিত করল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করল তাঁর পরিচয়। প্ররোচনামূলক একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
#FakeNewsAlert @BarasatPolice pic.twitter.com/jiVD1EIrFW
— West Bengal Police (@WBPolice) May 15, 2020
পশ্চিমবঙ্গ পুলিশের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, অমিত অমিতাভ নামে এক ব্যক্তি লিখেছেন, ‘হুগলির তেলেনিপাড়ার সকল হিন্দু ভাইবোনদের বলছি একবার সামনে থেকে হর হর মহাদেব বলে লড়াই করুন। মার খেয়ে ফেসবুকে মরা কান্না কাঁদবেন না।’ গত ১২ মে-র এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত শেয়ার হয়ে যায়।
#FakeNewsAlert pic.twitter.com/dhGwegpIfV
— West Bengal Police (@WBPolice) May 14, 2020
আরও পড়ুনঃ মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে একজন উত্তর দিনাজপুরের
পুলিশ সূত্রে খবর, প্ররোচকের নাম অমিতাভ গুহ। আগে থেকেই বারাসাতের থানায় তার বিরুদ্ধে খুন ও ডাকাতির অভিযোগ রয়েছে। বেশ কয়েক বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। ভিনরাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে এই দুষ্কৃতী।
এই ধরনের প্ররোচনামূলক পোস্ট ছড়িয়ে হিংসার সৃষ্টি করছে কিছু দুষ্কৃতী। এরা যদি ভুয়ো প্রোফাইলের মাধ্যমে এই ধরণের ফেক নিউজ ছড়াতে থাকে তাহলে তা চিহ্নিত করা কঠিন হবে বলে মনে করছেন রাজ্য পুলিশ আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584