নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এবার রুবেলের নামে ফেসবুকে হাজির ফেক প্রোফাইল। টের পেয়েই পালটা পোস্টে সকলকে সাবধান করলেন ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের অন্যতম পুরুষ চরিত্র সঙ্গীত।শুধু প্রোফাইলই খুলেই ক্ষান্ত থাকেননি সেই গুণধর মক্কেল। চেয়েছেন নতুন সিরিয়ালের জন্য নতুন নায়িকা মুখ।
আর তার জন্য তাঁকে ইনবক্স করতে বলেছেন তিনি।ফেক প্রোফাইলটি দেখে সকলকে সাবধান করেছেন রুবেল।
রুবেল পোস্টে লিখেছেন- “fake profile Pls report. I am not a casting director, be aware of fake profile👇”
আরও পড়ুনঃ রোহিতের দৌলতে দুটো বিয়ের সম্বন্ধ টোটার কাছে
সকলকে ওই প্রোফাইলের নামে রিপোর্ট করতে বলেছেন তিনি। এহেন ঘটনা নতুন নয় সোশ্যাল মিডিয়ায় অভিনেতাদের ঘিরে। শুধু অভিনেতা কেন? অন্যান্য যে কোনও মানুষের নামেই খুলে যাচ্ছে ফেক প্রোফাইল। চলছে নানা ধরনের অপকর্ম। তাই সকলকে থাকতে হবে সজাগ এবং করতে হবে প্রতিবাদ। তাহলেই হবে সমস্যার সমাধান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584