বেলেঘাটার চিকিৎসক করোনা আক্রান্তের ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়, সাইবার ক্রাইমে এফআইআর রাজ্যের

0
73

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বারবার করে বারণ করা সত্ত্বেও ভুয়ো খবর এবং গুজবে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি যোগীরাজ নামে বেলেঘাটা আইডির এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

fake social media news about coronavirus affected doctor in beliaghata | newsfront.co
ছবিঃ প্রতীকী

আর তারপরেই স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, এই খবর ভুয়ো। এরপরই নড়চড়ে বসে প্রশাসন। রাজ্য সরকারের তরফে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্বাস্থ্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়, এই খবর সম্পূর্ণ মিথ্যে৷ রাজ্যের কোনও চিকিৎসক বা কোনও স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্ত হননি৷ সুতরাং স্বাস্থ্য দফতরের তরফে প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ যার প্রোফাইল থেকে এই পোস্ট হয়েছে, তাকে খুঁজে বের করতে সাইবার ক্রাইমকে নির্দেশ দেওয়া হয়েছে৷

social media | newsfront.co
গুজব ছড়ানো সেই ফেসবুক পোস্ট। নিজস্ব চিত্র

স্বাস্থ্য দফতরের তরফে এদিন আরও জানানো হয়, এই ধরনের ভুয়ো খবরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে মনোবল ভেঙে যাবে৷ তাই করোনা নিয়ে ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কড়া ব্যবস্থা নেবে সরকার৷

ফেসবুক হোয়াটসঅ্যাপ ও টুইটারের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতেই বেশি ছড়াচ্ছে এধরনের গুজব৷ প্রধানমন্ত্রী ও প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীরা করোনা নিয়ে বিভ্রান্তিমুলক খবর বা গুজব না-ছড়ানোর জন্য দেশবাসীকে বারবার অনুরোধ করছেন৷ কিন্তু তা সত্ত্বেও এই ভুয়ো খবর ছড়াচ্ছে৷

আরও পড়ুনঃ নদিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যের করোনা পজিটিভ

এর আগও করোনা নিয়ে অনেক বুজরুকি খবর সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে৷ অমুক উপায়ে করোনা থেকে মিলবে মুক্তি, তমুক ওষুধে সেরে উঠবে করোনা আক্রান্ত৷

ঘরবন্দি কিছু ব্যক্তি এর সত্যতা যাচাই না-করেই তা সোশ্যাাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছেন, যা ভাইরাল হচ্ছে৷ তাতে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তি তৈরি হচ্ছে, বাড়ছে আতঙ্ক৷ তবে স্বাস্থ্য দফতর খবরটি ভুয়ো বলে জানানোয় আপাতত স্বস্তিতে শহরবাসী। কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকেও ঘরে থাকা মানুষজনকে তথ্য যাচাই করে নিতে বারবার অনুরোধ করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here