শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে মাথায় রেখেই মাঠে নেমে পড়েছে ভুয়ো খবর ছড়ানোর কারবারীরা। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের একটি টুইটের স্ক্রিনশট সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
টুইটের স্ক্রিনশটে দেখা যায় অখিলেশ লিখেছেন, “যদি আমাদের সরকার ক্ষমতায় আসে মুসলিম ভাইদের আমি কথা দিচ্ছি যে আমরা এখন যেখানে রাম মন্দির স্থাপিত হচ্ছে সেখানেই আমরা আবার বাবরি মসজিদ স্থাপন করে দেবো।“
A fake tweet showing Akhilesh Yadav promising that Babri Masjid will be reconstructed on the site where Ram Mandir is being built resurfaces every few weeks on social media. #AltNewsFactCheck | @HereisKinjal https://t.co/sdgzm6Aov9
— Alt News (@AltNews) November 29, 2021
BJP For New India নামের একটি পেজে ৪০০-র বেশি শেয়ার হয় এই ভুয়ো টুইটের স্ক্রিনশট। এছাড়াও আরও বহু দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের ফেসবুক পেজ বা টুইটার হ্যান্ডলে ছড়িয়ে পড়ে এই ভুয়ো ছবি। Alt News জানিয়েছে, যে বিভিন্ন পদ্ধতিতে তারা সার্চ করার পরে নিশ্চিত হয়েছে যে অখিলেশ এমন কোন টুইট করেননি। রাজনৈতিক উদ্দেশ্যে এই ভুয়ো টুইট ছড়িয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি করাই ছিল প্রধান উদ্দেশ্য।
আরও পড়ুনঃ দিল্লির বায়ু দূষণের বড় কারণ কি সেন্ট্রাল ভিস্তার নির্মাণ কাজ? কেন্দ্রের উত্তর চাইল সুপ্রিম কোর্ট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584