নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অঞ্চল ভিত্তিক দিবা রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ফালাকাটার সুভাষ কলোনি মাঠে।

সংগঠনের পক্ষ থেকে ব্লক যুব সভাপতি শুভব্রত দে জানান, “জনসংযোগ যাত্রা হিসেবে অঞ্চল ভিত্তিক দিবা রাত্রি নক আউট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ব্লকের প্রতিটি অঞ্চল ভিত্তিক যুব তৃণমূলের কর্মীদের নিয়ে একটি করে টিম গঠন করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।”

তিনি আরো বলেন, “এই প্রতীকী ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে বিধানসভা নির্বাচনের খেলার সূচনা করা হল।” জানা গিয়েছে, এদিনের টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ ফালাকাটা ক্যারাটে অ্যাকাডেমির উদ্যোগে শুরু হল বেল্ট গ্রেডেশন
এদিন উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায়, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি শুভব্রত দে, সংখ্যালঘু সেলের আলিপুরদুয়ার জেলা সভাপতি আব্দুল মান্নান, আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584