নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ছাত্রদের বিদ্যালয়মুখী করার লক্ষে ও আগ্রহ বাড়াতে ফালাকাটার উত্তর পারঙ্গের পার নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তঃবিদ্যালয় ক্রিকেট ও ফুটবল খেলা।
পড়ুয়াদের বিভিন্ন কারণে বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সরকার এদের স্কুলমুখী করার উদ্যেশ্যে বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছে।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী কামাখ্যাগুড়ির রাকেশ
বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপশি খেলাধুলা ও বিদ্যালয় ও শ্রেণী কক্ষকে আকর্ষণীয় করে তুলছে। সরকারের নির্দেশনায় বলা হয়েছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাসে গ্রামীণ খেলার একটি ক্লাস প্রতিদিন থাকতে হবে সেই নির্দেশকে মান্যতা দিয়ে শিশুদের পড়াশোনায় আগ্রহী ও বিদ্যালয়ের সাথে আত্মিক যোগাযোগ তৈরি করতেই এই অভিনব কায়দায় বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা করলেন ফালাকাটা মন্ডলের উত্তর পারঙ্গেরপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক মহোদয়।
বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ক্লাসে মনোযোগী করার জন্য এবং বিদ্যালয়মুখী করার জন্য সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের উপর তারা নজর দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584