টানা বৃষ্টিতে ফালাকাটা- আলিপুরদুয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

0
34

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

টানা বৃষ্টির ফলে জলে ডুবে গেল চরতোর্ষা ডাইভারসন। ফলে আবারও ফালাকাটা -আলিপুরদুয়ার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেল।

waterlogged | newsfront.co
নিজস্ব চিত্র

টানা বৃষ্টি হওয়ায় সোমবার সকালে চরতোর্ষা ডাইভারসনের উপর দিয়ে জল বইতে থাকে। এদিন সকাল থেকেই এই সড়কে কোনও যানবাহন চলাচল করতে পারেনি। যার জেরে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ, অফিসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা।

জানা গেছে, ২০১৭ সালের বন্যায় চরতোর্ষার কাঠের সেতুটি ভেঙে যায়। ভাঙা সেতুর পাশে তৈরি করা হয় হিউম পাইপ বসিয়ে ডাইভারসন। প্রতি বছর বর্ষায় এই ডাইভারসনের কারণে ভোগান্তি হচ্ছে কয়েক হাজার হাজার মানুষের।

আরও পড়ুনঃ জঞ্জালের স্তূপে অস্বাস্থ্যকর হাসপাতাল প্রাঙ্গণ, উদাসীন কর্তৃপক্ষ

একটু বেশি বৃষ্টি হলেই ডাইভারসনের উপর দিয়ে জল বয়ে যায়। কখনও জলের তোড়ে ডাইভারসনের একাংশ ভেঙেও যায়। এদিকে রবিবার রাত থেকে সোমবার অবধি ভারি বৃষ্টি হয়। ফলে এদিন সকাল থেকে ফের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফালাকাটা ও আলিপুরদুয়ারের মধ্যে সড়কপথে বারবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তবে জল কমলেই ডাইভারসন মেরামত করে দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here