পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ, মারধরের অভিযোগ মালদহে

0
44

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে তুমুল গন্ডগোল বাঁধে। ঘটনায় বেধড়ক মারধর ও বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ আক্রান্ত পরিবারের।

Broken house | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে মালদহ থানার ১২ নম্বর ওয়ার্ডের সামুণ্ডায় কলোনি এলাকায়। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। ঘটনার তদন্তে ইতিমধ্যেই অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

broke house | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা গিয়েছে,সামুণ্ডায় কলোনি এলাকার বাসিন্দা কৃষ্ণ চক্রবর্তী ও অশোক চক্রবর্তী সম্পর্কে দুই ভাই। বাবা মৃত কমল চক্রবর্তীর সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এদিন বচসা চরমে ওঠে। অশোক চক্রবর্তীর বাড়ি ভাঙচুর করার সাথে সাথে তার ছেলে গোপাল চক্রবর্তীকে বেধড়ক মারধর করে তার কাকা কৃষ্ণ চক্রবর্তী ও তার পরিবারের সদস্যরা বলে অভিযোগ।

house | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের

আর মারধরের ছবি ক্যামেরাবন্দি করে আক্রান্ত পরিবারের সদস্যরা। এদিকে ঘটনায় অভিযুক্ত কাকা কৃষ্ণ চক্রবর্তী ও তার ছেলে হরিশ চক্রবর্তী এবং স্ত্রী টুম্পা চক্রবর্তীর বিরুদ্ধে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবারের সদস্যরা।

victim | newsfront.co
নিজস্ব চিত্র

আক্রান্ত যুবকের মা চন্দনা চক্রবর্তীর অভিযোগ, প্রতিনিয়ত বাড়িতে হামলা, মারধর, বাড়ি ভাঙচুরের হুমকি দিয়ে আসছে অভিযুক্ত কৃষ্ণ চক্রবর্তী ও তার পরিবার। কিন্তু এদিন সমস্ত সীমা লঙ্ঘন করে ব্যাপকভাবে বাঁশ লাঠি ব্যাট দিয়ে মারধর করা হয় ছেলে গোপাল চক্রবর্তীকে। অভিযুক্তদের উচিত শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here