নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্বামী করোনা আক্রান্ত ছিলেন না। তবুও তার মৃতদেহ নিতে অস্বীকার করছে পরিবারের লোকজনেরা। এমনকী মৃতার স্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি করোনার আতঙ্কে স্বামীর মৃতদেহ নেবেন না। এই মৃতদেহ নিয়ে বিপাকে পড়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার রাতে ঐ মৃতদেহের রিপোর্ট নেগেটিভ আসে। পরিবারকে সেকথা জানানো হলে মৃতদেহ নিতে অস্বীকার করা হয়। দিন দশেক আগে সর্দি জ্বর নিয়ে মেডিকেলে ভর্তির পরে রঘু মুর্মু (৬০) নামে ওই ব্যক্তি মারা যান।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
এরপরেই মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে বেপাত্তা হয়ে যান মৃতার স্ত্রী। পরে খোঁজ নিয়ে তাকে স্বামীর মৃতদেহ নিতে অনুরোধ করলে তিনি তা নিতে অস্বীকার করছেন। বর্তমানে মর্গে রাখা রয়েছে মৃতদেহটি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584