নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিকেলে মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ পরিবারের কেউ নিতে আসেননি। আটদিন পরেও মৃতদেহ মেডিকেলের মর্গে পড়ে থাকায় হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মৃত ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার জন্য মালদহ মেডিকেলে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার কোন রিপোর্ট এসে পৌঁছয়নি।

সম্প্রতি ভিন রাজ্য থেকে করোনার উপসর্গ নিয়ে আসা পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। উল্লেখ্য, পাঞ্জাবের লুধিয়ানায় একটি সাইকেলের কোম্পানিতে ইটাহার থানার সোনাপুরের দম্পতি শ্রমিকের কাজে কর্মরত ছিল। দিন কয়েক আগে করোনা উপসর্গ নিয়ে জলন্ধর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় ওই শ্রমিক।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে শুনশান চোপড়া
রায়গঞ্জে সে মারা গেলে তার স্ত্রী গা ঢাকা দেয় বলে অভিযোগ। এমনকি, ভর্তির সময় যে ঠিকানা দেওয়া হয়েছিল, সেখানে ওই শ্রমিকের আদৌ বাড়ি নয়। এই অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে মর্গে। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584