নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার আরর গ্রামে করোনা পজিটিভ মৃত রোগীকে বাড়ির মধ্যেই মাটি খুঁড়ে কবরস্থ করেছে এক হিন্দু পরিবার।
জানা গিয়েছে কলকাতার পার্কসার্কাস এলাকার এক কারখানায় কাজ করতো ওই ব্যক্তি। কলকাতা থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় তার। এরপরে তার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
পরিবারের অভিযোগ, প্রশাসনের কোন সহযোগিতা না পাওয়ার জন্যই নিজের বাড়ির মধ্যে মৃতদেহ সৎকার করেন পরিবারের লোকজন। শুধু তাই নয়, তারা আরও অভিযোগ করেন, পরিবারের কোন সদস্যের লালারসের নমুনা সংগ্রহ করা হয়নি প্রশাসনের তরফ থেকে। ফলে একদিকে যেমন আতঙ্কিত রয়েছে এলাকাবাসী অপরদিকে আতঙ্কিত রয়েছে পরিবার। এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুনঃ করোনায় মৃত রুগীকে বাড়িতেই কবরস্থ করলো হিন্দু পরিবার
রবিবার সেই কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার নিদান দিলেন, তিনি বলেন “এই ঘটনায় সর্বদলীয় বৈঠকের মাধ্যমে আমরা ঠিক করে নিতে চাইছিলাম যে কিভাবে সৎকার করা যায়, যেহেতু মৃতব্যক্তি করোনা পজেটিভ তাই বিভিন্ন স্বাস্থ্য দফতরের পরামর্শ নিয়ে ও আলোচনার মাধ্যমে আমরা মৃত ব্যক্তির সৎকার করার সিদ্ধান্ত নিয়েছিলাম।” অর্থাৎ তিনি একবারে পরিষ্কার করে দেন পরিবারের সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
যদিও পরিবারের লালারস নমুনার ব্যাপারে তিনি বলেন আগামী সোমবার ওই পরিবারের সমস্ত সদস্যের লালারস নিয়ে পরীক্ষা করা হবে এবং প্রশাসনের তরফ থেকে গোটা এলাকাকে স্যানিটাইজ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584