শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনার উপসর্গ থাকা এক বৃদ্ধা রোগীকে চিনার পার্কের এক বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজে। তিনি মারা যাওয়ার পর থেকেই করোনা আক্রান্ত সন্দেহে তার দেহ নিতে অস্বীকার করতে শুরু করে পরিবার।
এদিকে মঙ্গলবার রাতে জানা যায়, ওই বৃদ্ধা সত্যিই করোনা পজিটিভ ছিলেন। যদিও তার মৃত্যু করোনার কারণেই হয়েছে কি না, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। কিন্তু এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে মেডিক্যাল কলেজে।
আরও পড়ুনঃ মুম্বইয়ে ধারাভির ছায়ার কলকাতায়! বেলগাছিয়া বস্তিতে ৬ অসুস্থের মধ্যে একদিনে মৃত ৩
জানা গিয়েছে, ৬২ বছরের ওই মহিলা উত্তর ২৪ পরগণার বরানগরের বাসিন্দা। হৃদরোগ এবং কিডনির সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালটিই করোনা সংক্রমণের জেরে রবিবার রাত থেকে ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়।
তার পরেই ওই মহিলাকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে মহিলাদের মেডিসিন ওয়ার্ডে। জরুরি বিভাগেও কিছুক্ষণের জন্য রাখা হয়েছিল তাকে। করোনা আক্রান্তদের জন্য নির্দিষ্ট সুপার স্পেশালিটি ব্লকের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা। সোমবার রাত ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
ওই রোগী কার কার সংস্পর্শে এসেছিলেন, তা জানতে গিয়েই প্রকাশ্যে আসে তাঁর ডায়ালিসিস করা হয়েছিল। সেই সময় ওই বেসরকারি হাসপাতালের ডায়ালিসিস কেন্দ্রে আরও ৫ রোগী ছিলেন। তখনই ওই মহিলার মধ্যে করোনা আক্রান্তের বিভিন্ন ধরনের উপসর্গ নজরে আসে চিকিৎসকদের। তাঁদের সন্দেহ হওয়ায় ওই মহিলাকে স্থানান্তরিত করা হয় সুপার স্পেশালিটি ব্লকের আইসোলেশন ওয়ার্ডে। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
এরপরেই মৃতার পরিবার তাঁর দেহ নিতে অস্বীকার করে। তাঁদের দাবি ছিল, মৃতা করোনায় আক্রান্ত। মঙ্গলবার রাতে সেই দাবি সত্যও প্রমাণিত হয়। এখন তার সঙ্গে ডায়ালিসিসে থাকা রোগীরা বা চিকিৎসার সময়ে থাকা লোকজনও করোনা আক্রান্ত হয়েছেন কি না, তা নিয়েই আতঙ্ক ছড়িয়েছে মেডিকেল কলেজে।
তবে চিকিৎসকদের দাবি, কোয়ারেন্টাইনে পাঠানো হতে পারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। বন্ধ করে দিতে হতে পারে একাধিক বিভাগ। যদিও হাসপাতাল সূত্রে এ নিয়ে কোন মন্তব্য করা হয়নি। ওই মৃতদেহের পরিণতি কী হবে, সে নিয়েও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584