ফরাক্কার নিসিন্দ্রা কাটান ভরাট করা নিয়ে বিক্ষোভ

0
70

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

গত ৩০মে ঝাড়খন্ড থেকে পাহাড়ি জল নামায় জলের স্রোতে ভেঙে গিয়েছিলো মুর্শিদাবাদের ফরাক্কার নিসিন্দ্রা কাটান। বিচ্ছিন্ন হয়ে পড়ে ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ঝাড়খণ্ডের ৮০ নম্বর জাতীয় সড়কের যোগাযোগের ব্যবস্থা। চরম সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দা থেকে ট্রাক চালকদের।

nisindra katan | newsfront.co
নিসিন্দ্রা কাটান। নিজস্ব চিত্র

তারপর প্রায় ১ মাসের মাথায় গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় মুর্শিদাবাদের ফরাক্কার নিসিন্দ্রা কাটানের ভরাটের কাজ ফরাক্কার ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আর তার প্রতিবাদেই মঙ্গলবার সকালে ফরাক্কা নিসিন্দ্রা কাটানের সামনে বিক্ষোভ দেখায় ফরাক্কা ভূমিরক্ষা কমিটির সদস্যরা। ফরাক্কা ভূমিরক্ষা কমিটির বক্তব্য সময়ের অনেক আগে ঝাড়খন্ড থেকে পাহাড়ির জল নামায় জলের স্রোতে কেটে গিয়েছিলো ফরাক্কার নিসিন্দ্রার কাটান।

road collapsed | newsfront.co
নিজস্ব চিত্র

এখন যদি এই ফরাক্কার নিসিন্দ্রা কাটান ভরাট করা হয় তাহলে বর্ষার সময় আবার ঝাড়খন্ড থেকে পাহাড়ি জল নামলে ফরাক্কার ফিটার ক্যানেলের পশ্চিমপাড়ে নিসিন্দ্রা , তিলডাঙ্গা, ঘোরাইপাড়া, ধর্মডাঙ্গা, জিতুপুর সহ অন্যান্য এলাকায় বর্ষার জল জমায় ফসল নষ্ট হয়ে যাবে ফলে ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের। ফরাক্কা ভূমিরক্ষা কমিটির দাবি এই নিসিন্দ্রা কাটানের উপরে ব্রিজ নির্মাণ করা হোক বা একটা বাইপাস রাস্তা করার জন্য।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কান্দিতে অবৈধভাবে পুকুর ভরাট করায় বিপাকে গ্রামবাসীরা

অন্যদিকে ফরাক্কা বেওয়া ২ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বরুন ঘোষ জানান প্রতিবছর বর্ষার সময় ঝাড়খন্ড থেকে পাহাড়ির জল নামায় জলের স্রোতে কেটে যাই ফরাক্কার নিসিন্দ্রা কাটান, ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের, আর এই ফরাক্কার নিসিন্দ্রা কাটান জলের স্রোতের কাটার ফলে এলাকার স্থানীয় বাসিন্দাদের প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হয় না হলে নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়।

আরও পড়ুনঃ  রাণীনগর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে লিখিত অনাস্থা

তাই স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই নিসিন্দ্রা কাটানটি অস্থায়ী ভাবে ভরাট করা হচ্ছে, কারণ আবার বর্ষা শুরু হলে ঝাড়খন্ড থেকে পাহাড়ি জল নামলে আবার এই ফরাক্কার নিসিন্দ্রা কাটান জলের স্রোতে কেটে যাবে। আর এই ফরাক্কার নিসিন্দ্রা কাটানের উপর দিয়ে ব্রিজ নির্মাণ করার জন্য ফরাক্কা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম কথা দিয়েছেন এবং উনি চেষ্টাও করছেন খুব তাড়াতাড়ি ফরাক্কা নিসিন্দ্রা কাটানের উপর দিয়ে ব্রিজ নির্মাণের কাজে শুরু করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here