বাসের পর এবার হলুদ ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৩০ শতাংশ বর্ধিত ভাড়া

0
43

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার প্রভাবে দুর্বল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। করোনা মোকাবিলায় লকডাউনের সময়সীমা আরও বাড়বে ইতিমধ্যেই তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই লকডাউনের জেরে বন্ধ দোকানপাট, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান।

Taxi | newsfront.co
প্রতীকী চিত্র

এই করোনা আবহে কাজ হারিয়েছেন অনেকেই। অর্থের অভাবে অভুক্ত থাকছেন বহু মানুষ। এহেন একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আমজনতার মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে বর্ধিত বাসভাড়া। এবার বাড়ল হলুদ ট্যক্সির ভাড়াও। হলুদ ট্যাক্সির ভাড়া একধাক্কায় ৩০ শতাংশ বাড়ানো হচ্ছে বলে খবর। এই নয়া ঘোষণায় কার্যত মাথায় হাত শহরবাসীর।

আরও পড়ুনঃ শুধুমাত্র জরুরী পরিষেবার কর্মী, পরিযায়ী শ্রমিকদের জন্য আরও ১৩রুটে সরকারি বাস

তৃতীয় দফা লকডাউন চলাকালীন নিয়মাবলী কিছুটা শিথিল করা হচ্ছে। গ্রিন জোনে ইতিমধ্যে সরকারি বাস চলছে। কিন্তু ভাড়া নিয়ে অসন্তোষ থাকায় তেমনভাবে বেসরকারি বাস রাস্তায় নামেনি। জরুরি কাজে কয়েকটি ট্যাক্সি চলছিল। এখন জনসাধারণের কথা ভেবেই বেসরকারি বাস, ট্যাক্সি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এবার থেকে ট্যাক্সিতে উঠলেই ৩০ টাকা ভাড়া দিতে হবে। এছাড়া, মিটারে ১০০ টাকা ভাড়া উঠলে, যাত্রীকে দিতে হবে ১৩০ টাকা। এমনই সিদ্ধান্ত নিয়েছে শহরের ট্যাক্সি ইউনিয়ন। বৃহস্পতিবারই বেসরকারি বাসের ভাড়া বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার বেসরকারি বাসে উঠলেই দিতে হবে ২০ টাকা ভাড়া। সর্বোচ্চ ভাড়া হতে পারে ৪৫ টাকা।

সূত্রের খবর, প্রতি চার কিলোমিটার অন্তর ৪ টাকা করো ভাড়া বাড়বে। করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে। আর এই সময়ে সোশ্যাল ডিস্ট্যান্সের কথা ভুললে চলবে না। তাই একটা বাসে অন্তত ২০ জন করে যাত্রী নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই লোকসানের মুখে পড়ছেন বাস কর্তৃপক্ষরা। সেইকারণেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, লকডাউন যত দীর্ঘমেয়াদী হচ্ছে তত আম জণতার পকেটে টান পড়ছে। যা হোক করে দুবেলা খাওয়ার জুটছে কোনও কোনও পরিবারে। এরই মধ্যে বাড়ল বাস ও হলুদ ট্যাক্সির ভাড়া। এর ফলে সমস্যায় পড়বেন মধ্যবিত্তরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here