অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

0
790

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের সদ্য অবসর নেওয়া দুই প্রাক্তন শিক্ষক গৌরহরি সাউ ও স্বপন কুমার সাহা’র বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করার পাশাপাশি স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

Farewell greetings to two retired teachers

উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গণি ইসমাইল মল্লিক, সহ-প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, বিদ্যালয়ের পুরানো দিনের তিন প্রাক্তন শিক্ষক ইয়াসিন আলী, বাসুদেব জানা, তরুণ কুমার পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা জানানোর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা।

Farewell greetings to two retired teachers

উপস্থিত ছিলেন বেশ কিছু প্রাক্তন ছাত্র ও দুই বিদায়ী শিক্ষকের পরিবার পরিজনেরা। উল্লেখ্য বাংলার শিক্ষক গৌরবাবু গত ৩০ শে জুন এবং ইংরেজীর শিক্ষক স্বপনবাবু গত ৩০ শে সেপ্টেম্বর অবসর নেন। দ্বিতীয় পর্বের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রথম পর্বে বিদ্যালয় বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিজস্ব চিত্র

সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে সদ্য প্রয়াত নবনীতা দেব সেনকে প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সঞ্চালনা করেন সঞ্জয় সখা চাবরি, মৌমিতা সিংহ, প্রদ্যুৎ কুমার জানা, জগন্নাথ মন্ডল, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ শিক্ষক-শিক্ষিকা গণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here